মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সড়ক দুর্ঘটনায় সুশান্ত সিং রাজপুতের ৫ আত্মীয় নিহত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৩:৪৪, ১৭ নভেম্বর ২০২১

৫৮১

সড়ক দুর্ঘটনায় সুশান্ত সিং রাজপুতের ৫ আত্মীয় নিহত

ভারতের বিহারে সড়ক দুর্ঘটনায় বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের পাঁচ আত্মীয় প্রাণ হারিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুর্ঘটনায় সুশান্তের দুলাভাই পি সিংয়ের মৃত্যু হয়, যিনি ভারতীয় পুলিশে কর্মরত ছিলেন। এছাড়া তার দুই ভাগনে এবং আত্মীয় লালজিৎ সিং, নেমনি সিংসহ আর তিনজনের মৃত্যু হয়। 

বুধবার (১৭ নভেম্বর) সকালে বিহারের সিকান্দ্রা-শেখপুরা সড়কে এলপিজি সিলিন্ডারবাহী একটি ট্রাকের সঙ্গে ও পি সিংয়ের আত্মীয়-স্বজনকে বহনকারী এসইউভি গাড়িটি ধাক্কা খায়।

এনডিটিভি জানায়, গত সোমবার ও পি সিং’র বোন মারা যান। পাটনা’র জামুই এলাকায় ও পি সিংয়ের বোনের বাড়ির উদ্দেশে রওনা হলে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।

প্রাথমিকভাবে বলা হচ্ছে, এসইউভি চালক গাড়ি চালানো অবস্থায় ঝিমাচ্ছিলেন। এ কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

‘কিস দেশ ম্যায় হ্যায় মেরা দিল’ টিভি ধারাবাহিক দিয়ে অভিনয়ে অভিষেক হয় সুশান্ত সিং রাজপুতের। ‘পবিত্র রিশতা’র চরিত্র ‘মানব’ ও অভিনয়গুণ দিয়ে ভারতের মানুষের ড্রয়িং রুমে পৌঁছে যান। রাজত্ব করা কারো হাত না ধরেই নিজ গুণে প্রবেশ করেন বলিউডে। ‘কাই পো চে’, ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’, ‘কেদারনাথ’, ‘ছিচোড়ে’, ‘পিকে’ ও ‘রাবতা’সহ বেশ কয়েকটি সিনেমায় নিজের দক্ষতা প্রকাশ করেন।

গত বছর ১৪ জুন সুশান্তের মুম্বাইয়ের ফ্ল্যাটে তাঁর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank