মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মুক্ত আরিয়ানের জন্য ৫ ‘না’

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৩:১৬, ২৯ অক্টোবর ২০২১

আপডেট: ১৫:২৩, ২৯ অক্টোবর ২০২১

৬৭০

মুক্ত আরিয়ানের জন্য ৫ ‘না’

মাদক মামলায় বৃহস্পতিবার জামিন পেয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান পুত্র আরিয়ান খান
মাদক মামলায় বৃহস্পতিবার জামিন পেয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান পুত্র আরিয়ান খান

মাদক মামলায় বৃহস্পতিবার জামিন পেয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান পুত্র আরিয়ান খান। জামিন আদেশ হলেও এখনো মুক্তি পাননি আরিয়ান। ধারণা করা হচ্ছে শুক্র-শনিবারের মতো মুক্তি মিলবে তার। তবে সেই মুক্তি শতভাগ মুক্তি হচ্ছে না। জেল থেকে বেরিয়েও বেশ কয়েকটি কাজ করতে পারবেন না আরিয়ান। কি কি করা থেকে বিরত থাকতে হবে শাহরুখ তনয়কে। দেখে নেওয়া যাক-

বিদেশ ভ্রমণ: ভারতের মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র দেওয়া শর্ত অনুসারে, বিশেষ আদালতের কাছে পাসপোর্ট জমা রাখতে হবে আরিয়ানকে। এনসিবি’র নির্দেশে বলা আছে, ‘অভিযুক্ত বিশেষ অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না।’

দেশের মধ্যে ঘুরতে যাওয়া: বিদেশের মতো দেশের বিভিন্ন জায়গাতে চাইলেও যেতে পারবেন না আরিয়ান। নিজের আবাস মুম্বাই ছেড়ে অন্য কোথাও যেতে হলে তদন্তকারী অফিসারকে জানাতে হবে।

মামলার বিষয়ে সংবাদমাধ্যমে বিবৃতি: জেল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে প্রমোদতরীর মাদক মামলার আদালতে হওয়া কথোপকথন বলতে পারবেন না আরিয়ান। এ নিয়ে নেটমাধ্যমেও লিখতে পারবেন না তিনি।

সহ-অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ স্থাপন: জেল থেকে বেরিয়ে সহ-অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করায় নিষেধাজ্ঞা রয়েছে এনসিবি’র। ফোন-সহ কোনও ধরনের যোগাযোগেই এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে মাদক-মামলার তদন্তকারী সংস্থা।

এ ছাড়াও প্রমাণ নষ্ট করা, সাক্ষীকে প্রভাবিত করা, তদন্তে অসহযোগিতা করতে পারবেন না। এই বিষয়গুলি ভারতীয় দণ্ডবিধির সব মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। এদিকে জামিনের প্রতিলিপি জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছনোর অপেক্ষায় রয়েছেন শাহরুখের পরিবার। কারণ তার পরই শুরু হবে আরিয়ানের জেল থেকে বেরনোর প্রক্রিয়া।
 

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank