আজ কি জামিন মিলবে আরিয়ানের?
আজ কি জামিন মিলবে আরিয়ানের?
গতকাল মঙ্গলবার মুম্বাই আদালত আরিয়ান খানের জামিন বিষয়ক রায় হওয়ার কথা ছিল। কিন্তু শুনানি অসমাপ্ত থাকায় সেই রায়ের তারিখ গড়িয়েছে আজ বুধবার পর্যন্ত। আজ বাংলাদেশ সময় বেলা দুইটা নাগাদ রায় দেওয়ার কথা রয়েছে।
কিন্তু আজ কি জামিন পাবেন আরিয়ান?
২ অক্টোবর আটক ও পরবর্তীতে গ্রেফতারের পর থেকে বেশ কয়েকবার আরিয়ানের জামিন আবেদন খারিজ করেছেন আদালত। প্রথমে দু-দফা এনসিবি হেফাজতে থাকার পর ৭ অক্টোবর আরিয়ান খানকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠায় ম্যাজিস্ট্রেট কোর্ট। তারপর থেকে মুম্বাইয়ের আর্থার রোড জেলে থাকতে হচ্ছে আরিয়ানকে।
এনসিবি হেফাজত থেকে মুম্বাইয়ের আদালত শাহরুখপুত্র আরিয়ান খানকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল। তারপরই আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন আইনজীবী।
এরপরও কয়েক দফায় জামিন আবেদন নাকচ করা হয়। তবে ১১ ও ১৪ অক্টোবর আরিয়ানের জামিনের সম্ভাবনা তৈরী হলেও এনসিবির আবেদনের কারণে তা সম্ভব হয়নি। আদালতের নির্দেশে মামলার শুনানি পিছিয়ে শেষ পর্যন্ত ২০ অক্টোবর করা হয়। এই শুনানিতেও জামিন হয়নি আরিয়ানের।
ইতিমধ্যে আরিয়ান খান ইস্যুতে রাজনীতি ঢুকে পড়েছে। বিরোধী দলগুলো বলছে আরিয়ানকে ইচ্ছে করে টার্গেট করেছে এনসিবি। অন্যদিকে বিলউড যে রাজ্যে অবস্থিত সেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্বভ ঠাকরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জানতে চেয়েছে, বার বার কেন বলিউডকেই টার্গেট করা হচ্ছে?
আরও পড়ুন
জনপ্রিয়
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!