মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শাহরুখ বিজেপিতে নাম লেখালেই মাদক ‘চিনি’ হয়ে যেতো!

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৪:২৪, ২৪ অক্টোবর ২০২১

৫৮১

শাহরুখ বিজেপিতে নাম লেখালেই মাদক ‘চিনি’ হয়ে যেতো!

মাদক কেনার অভিযোগে শাহরুখ খানের ছেলে আরিয়ানের দীর্ঘ কারাবাস নিয়ে ভারতে তুমুল বিতর্ক চলছে। এ নিয়ে রাজনীতির মাঠও সরগরম। তবে এ নায়ক বরাবরই প্রকাশ্য বিবৃতি থেকে দূরে থাকার নীতি মেনে চলেছেন।

এর মাঝে মহারাষ্ট্রের মন্ত্রী ছগন ভুজবল দাবি করলেন, রাজনৈতিকভাবে বিজেপির সঙ্গে যুক্ত নয় বলেই ছেলেকে নিয়ে হেনস্তার শিকার হতে হচ্ছে শাহরুখকে। তার মতে, বলিউড অভিনেতা যদি এই মুহূর্তে শাসক দলে নাম লেখান, তবে মুম্বাইয়ের প্রমোদতরী থেকে উদ্ধার হওয়া মাদক, যা নিয়ে নিত্যদিন নতুন নতুন তথ্য সামনে আসছে, তা স্রেফ চিনির গুঁড়া বলে প্রতিপন্ন হবে। মহারাষ্ট্রের সাবেক এ মুখ্যমন্ত্রী রাজ্যটির মহাজোটের শরিক ন্যাশনাল কংগ্রেস পার্টির মন্ত্রী।

আরিয়ানকে গ্রেপ্তারের কাছাকাছি সময়ে গুজরাটের মুন্দ্রা বন্দরে ৩ হাজার কেজি হেরোইন উদ্ধার হয়। মন্ত্রীর দাবি, জাতীয় মাদক নিয়ন্ত্রক ব্যুরো সেই ঘটনার তদন্ত না করে শাহরুখের পেনে পড়ে আছে।

মুম্বাইয়ে নিজের দল এনসিপির এক অনুষ্ঠানে শনিবার ভুজবল বলেন, ‘‘শাহরুখ যদি বিজেপিতে যোগ দেন, তবে ওই মাদক এখনই চিনির গুঁড়াতে পরিণত হবে।’’

গত ২ অক্টোবর মুম্বাইয়ের একটি প্রমোদতরীতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ওই পার্টিতে হাজির ছিলেন আরিয়ান খান। পরদিন মাদক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর বরাবর আবেদন করেও জামিন মেলেনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank