বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এবছর হচ্ছেনা এইচএসসি পরীক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট

১৩:৪১, ৭ অক্টোবর ২০২০

আপডেট: ১৬:৫২, ৭ অক্টোবর ২০২০

১৬৪০

এবছর হচ্ছেনা এইচএসসি পরীক্ষা

ফাইল ফটো
ফাইল ফটো

এ বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছেনা। করোনাভাইরাসের কারণে আটকে যাওয়া পরীক্ষাগুলো না নেয়ার বিষয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে সরকার। এর পরিবর্তে জেএসসি ও এসএসসির এবং সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।

বুধবার ( ৭ অক্টোবর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।  উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সেখানে শিক্ষামন্ত্রী আরও বলছেন আগামী ডিসেম্বরে মূল্যায়নের কাজ সম্পন্ন করা হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন “২০২০ সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছি। এরা দুটি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে। এদের জেএসসি ও এসএসসির ফলের গড় অনুযায়ী এইচএসসির ফল নির্ধারণ করা হবে।”

এইচএসসির চূড়ান্ত মূল্যায়ন ঘোষণা ডিসেম্বরের মধ্যে করার কারণ ব্যাখ্যা করেন শিক্ষামন্ত্রী। বলেন, শিক্ষার্থীরা যাতে জানুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারেন, সেজন্য ডিসেম্বর মাসেই মূল্যায়ন কাজ শেষ করা হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেছেন, যারা এসএসসি পাসের পর এইচএসসিতে (কেউ বিজ্ঞান থেকে বাণিজ্য বা মানবিকে ভর্তি) বিভাগ পরিবর্তন করেছেন, তাদের মূল্যায়নের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিভাগ পরিবর্তন করা শিক্ষার্থীদের বিষয়টি ঠিক করবে।

চলতি বছরের ১ এপ্রিল থেকে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। অংশ নেওয়ার কথা ছিল প্রায় ১৪ লাখ পরীক্ষার্থীর। কিন্তু দেশে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ার পর ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। আটকে যায় এইচএসসি ও সমমানের পরীক্ষাও।

বছর প্রায় শেষ হয়ে আসায় এ পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগের শেষ ছিল না। এ নিয়ে প্রতিটি সংবাদ সম্মেলন বা অনুষ্ঠানেই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্টদের। সরকারের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে, যথাসময়ে এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে। অবশেষে এই সিদ্ধান্ত এলো।

এদিকে, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩১শে অক্টোবর পর্যন্ত আগেই বাড়ানো হয়েছে। দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর গত ১৭ই মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত