বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাবি সাদা দল সমর্থক শিক্ষকদের বিবৃতি

নারী ও শিশু ধর্ষণ-নির্যাতনকারীদের শাস্তি দাবি

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:৩৭, ৬ অক্টোবর ২০২০

৮৩৩

ঢাবি সাদা দল সমর্থক শিক্ষকদের বিবৃতি

নারী ও শিশু ধর্ষণ-নির্যাতনকারীদের শাস্তি দাবি

দেশে নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন ও সহিংস আচরন ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল সমর্থক শিক্ষকরা। সেইসাথে এ ধরনের অপরাধে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতে সরকারে প্রতি জোর আহ্বান জানিয়েছেন তারা। এছাড়া তারা এ ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ করছি যে, দেশে ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণসহ নারী ও মেয়ে শিশু নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ঘরে, বাইরে, কর্মক্ষেত্রে এমনকি পবিত্র শিক্ষাপ্রতিষ্ঠানেও নারীকে ধর্ষণ করা হচ্ছে। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী নেতা-কর্মীদের দ্বারা তরুণী গৃহবধুকে গণধর্ষণ, খাগড়াছড়িতে আদিবাসী প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণ, নওগাঁতে গির্জায় আদিবাসী কিশোরীকে ধর্ষণসহ, ঢাকা, নারায়ণগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া, ভোলা ও লালমনিরহাটসহ সারাদেশে সংঘটিত হয়েছে নারীর প্রতি সহিংসতার ঘটনা। এরই মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জে যে ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে তাতে আমরা বাকরূদ্ধ।’ 

বিবৃতিতে আরও বলা হয়, ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশে ধর্ষণের উৎসবে নারী ও শিশুর চিৎকার এবং মা-বাবার আহাজারিতে দেশের বাতাস আজ ভারী হয়ে উঠেছে। আরো উদ্বেগের বিষয় হলো অধিকাংশ ক্ষেত্রে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় সরকার সমর্থক দলীয় নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা মনে করি রাজনৈতিক দুর্বৃত্ততন্ত্র এর জন্য দায়ী। ক্ষমতার দম্ভ ও রাজনৈতিক পরিচয়ে অপরাধের দায়মুক্তি ইত্যাদিসহ বিকৃত ভোগের হাতছানিতে কিছু মানুষের ভেতরকার মনুষ্যত্বকে মেরে পুনর্জন্ম দিচ্ছে ধর্ষক ও নির্যাতকের। আমরা মনে করি এদের নিয়ন্ত্রণ না করা গেলে ধর্ষণ ও নারী নির্যাতনের নিরসন ঘটবে না।’

সাদা দলের শিক্ষকরা বিবৃতিতে আরও বলেন, ‘আমরা দেশে কোনো ধর্ষিত, নিপীড়িত নারী ও শিশুর আর্তচিৎকার শুনতে চাই না। আমরা চাই নারী ও শিশুসহ সকলের জন্য একটি নিরাপদ আবাসভূমি। আর এজন্য আমরা চাই ধর্ষক ও নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তি। রাজনৈতিক বা অন্য কোনো পরিচয়ে কোনো ধর্ষক বা অপরাধী যেন ছাড় না পেয়ে যায় সেটি নিশ্চিত করাসহ সকল অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করার জন্য আমার সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত