বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা পাচ্ছেন প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা

২৩:০৩, ২১ জুলাই ২০২০

৭৭৩

নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা পাচ্ছেন প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা

করোনা ভাইরাস মহামারীতে দেশের নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা আর্থিক সংকটে পড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এককালীন অর্থ সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর আওতায় নন এমপিওভূক্ত কারিগরি শিক্ষা, মাদ্রাসা ও এবতেদায়ি শিক্ষা প্রতিষ্ঠান ৫১ হাজার ২৬৬ জনের প্রত্যেককে ৫০০০ টাকা করে দেওয়া হবে। এছাড়া দশ হাজার ৪২৫ জন কর্মচারী প্রত্যেকে ২৫০০ টাকা করে পাবেন। এই খাতে মোট ব্যয় হবে ২৮ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই আর্থিক অনুদান দেয়া হবে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসার এতিম ও দুঃস্থদের ১৬ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকা অনুদান দেন। এছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের নন-এমপিওভুক্ত ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক ২৫ হাজার ৪৮ জন কর্মচারীকে ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা অনুদান দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংএসব তথ্য জানিয়েছে।
Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত