মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রিট খারিজ, মেডিকেলে ভর্তি পরীক্ষা ২ এপ্রিল

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:১০, ২৪ মার্চ ২০২১

আপডেট: ১৭:২১, ২৪ মার্চ ২০২১

৪৮৯

রিট খারিজ, মেডিকেলে ভর্তি পরীক্ষা ২ এপ্রিল

রিট খারিজ, মেডিকেল ভর্তি পরীক্ষা ২ এপ্রিল
রিট খারিজ, মেডিকেল ভর্তি পরীক্ষা ২ এপ্রিল

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে আনা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ২ এপ্রিলই হচ্ছে ভর্তি পরীক্ষা।

বুধবার (২৪ মার্চ) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।

রিটের পক্ষে আইনজীবী ছিলেন মুনতাসির মাহমুদ রহমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

আগামী ২ এপ্রিল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সম্পূর্ণ আগের নিয়মেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ২১ মার্চ মেডিকেল কলেজে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে এই রিটটি দায়ের করা হয়।

রিটে করোনা পরিস্থিতির উন্নতি হলে অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একই সময়ে মেডিকেল ভর্তি পরীক্ষা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়। মেডিকেল ভর্তিচ্ছু এক শিক্ষার্থী জনস্বার্থে এ রিটটি করেন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত