বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সরকারি কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষর শূন্য পদের তথ্য চেয়ে চিঠি

১৬:২০, ২ অক্টোবর ২০২০

৯৮৮

সরকারি কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষর শূন্য পদের তথ্য চেয়ে চিঠি

দেশের যেসব সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদ ফাঁকা রয়েছে, সেসব কলেজের তালিকা চেয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) আগামী ৫ অক্টোবরের মধ্যে এই তালিকা পাঠাতে নির্দেশ দিয়েছে। 

শিক্ষা অধিদফতরের নয়জন আঞ্চলিক পরিচালককে চিঠি পাঠিয়েছে মাউশি।এ চিঠির অনুলিপি মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) এবং সব সরকারি কলেজের অধ্যক্ষদেরও  দেওয়া হয়েছে।

বাংলাদেশে বর্তমানে  সরকারি কলেজের সংখ্যা ৬৩২টি । এর মধ্যে দেড় শতাধিক প্রতিষ্ঠানে অধ্যক্ষের পদ শূন্য আছে। আর ২৮টি কলেজ চলছে উপাধ্যক্ষ। সাধারণত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগ আসে অধ্যাপকদের মধ্যে থেকে। সরকারি কলেজগুলোতে এসব পদে শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ দেয়।

মন্ত্রণালয়সূত্রে জানা গেছে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগ পেতে অনেক শিক্ষক শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছেন। সেসব আবেদনগুলো যাচাই-বাছাইয়ের কাজ শেষের দিকে। শিগগিরই ফাঁক পদগুলো পূরণ করা হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত