মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিজেদের অধ্যাপকদের মধ্য থেকে পরবর্তী উপাচার্য চায় জবিশিস

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট

১৭:৫৫, ২১ মার্চ ২০২১

আপডেট: ১৮:১২, ২১ মার্চ ২০২১

৫৩৭

নিজেদের অধ্যাপকদের মধ্য থেকে পরবর্তী উপাচার্য চায় জবিশিস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অধ্যাপকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)।

রবিবার (২১ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. নুরে আলম আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়মিত উপাচার্য নেই। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসহ সার্বিক উন্নয়নের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. নুরে আলম আবদুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ে অনেক যোগ্য অধ্যাপক রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে তারা চান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্য  থেকেই উপাচার্য নিয়োগ দেয়া হোক।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মীজানুর রহমানের দ্বিতীয় মেয়াদ পূর্ণ হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশের মাধ্যমে পরবর্তী ভাইস চ্যান্সেলর নিয়োগের আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেয়া হয়।

অধ্যাপক ড. মীজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার মূল কর্মস্থলে ফিরে গেছেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত