বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত আগামী সপ্তাহে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১৭:২২, ৩০ সেপ্টেম্বর ২০২০

৯১৩

এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত আগামী সপ্তাহে: শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে জানানো হবে। জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি আরও জানান, পরীক্ষা সম্পর্কিত প্রতিটি বিষয় পর্যালোচনা করা হচ্ছে। আগামী সপ্তাহের সোম বা মঙ্গলবার পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরেক দফা বাড়ানোরও ইঙ্গিত দেন তিনি।
 
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে এসব তথ্য জানান মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা নিয়ে বেশ কিছু অপশন তাদের হাতে আছে। সরকার চায় না পরীক্ষার্থীরা যেন ভবিষ্যতে কোনভাবেই ক্ষতিগ্রস্থ হয়। তাই সার্বিক দিক পর্যালোচনা করা হচ্ছে। 

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি তো বাড়াতে হবে, তারিখটা আপনাদের জানিয়ে দেব।’

শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আমিনুল ইসলাম খান, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক এই ভার্চুয়াল সভায় যুক্ত ছিলেন।

এর আগে কওমি মাদ্রাসা ছাড়া ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। বাংলাদেশে মার্চ মাসের আট তারিখে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হবার পর ১৬ই মার্চ সরকার ঘোষণা দেয়,১৭ই মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত স্কুল,কলেজসহ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে। পরবর্তীতে তিন দফায় তা প্রথমে ৯ এপ্রিল, ৩১ আগস্ট হয়ে ৩ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। 

এ ছাড়াও চলতি বছরের  এপ্রিলের ১ তারিখ থেকে শুরুর জন্য নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষাও  স্থগিত করা হয়। 

তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সংসদ টেলিভিশনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য 'আমার ঘরে আমার স্কুল'এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 'ঘরে বসে শিখি'শিরোনামে ক্লাস নেওয়া হচ্ছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত