মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নোংরা রাজনীতির শিকার হয়েছি: সামিয়া রহমান

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:২১, ১ মার্চ ২০২১

৫০৩

নোংরা রাজনীতির শিকার হয়েছি: সামিয়া রহমান

গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগে ২৮ জানুয়ারি সামিয়া রহমানকে পদাবনতি করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগে ২৮ জানুয়ারি সামিয়া রহমানকে পদাবনতি করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের নোংরা রাজনীতির শিকার হয়েছেন বলে দাবি করেছেন টিভি উপস্থাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমান। 

সোমবার ( ১ মার্চ ) সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে চৌর্যবৃত্তির অভিযোগ এনে ভুল তথ্যের ভিত্তিতে অন্যায়ভাবে শাস্তির সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জোর করে তাকে দোষী সাব্যস্ত করে মিডিয়া ট্রায়াল করা হয়েছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সামিয়া রহমানের ডাকা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ ও ব্যারিস্টার তুরিন আফরোজ।

সামিয়া রহমান বলেন, তার লেখায় চৌর্যবৃত্তির মূল দলিল হিসেবে তদন্ত কমিটি শিকাগো ইউনিভার্সিটির জার্নাল ‘ক্রিটিক্যাল ইনকোয়ারি’র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্স মার্টিন পরিচয় দিয়ে যে চিঠিটি আমলে নেওয়া হয়েছে সেটিও পুরোপুরি মিথ্যা।  তিনি শিকাগো ইউনিভার্সিটিতে যোগাযোগ করার পর তারা জানিয়েছেন, অ্যালেক্স মার্টিন বলে কেউ নেই এবং তারা এ ধরনের চিঠি পাঠায়নি। এটি শিকাগো জার্নালের এডিটর নিজেই স্বীকার করেছেন। এজন্য পুরো ঘটনাটি মিথ্যা। ভুয়া চিঠি তৈরি করা হয়েছিল তাকে ফাঁসানোর জন্য। 

গত ২৮ জানুয়ারি একাডেমিক গবেষণায় চৌর্যবৃত্তির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমান এবং অপরাধবিজ্ঞান বিভাগের প্রভাষক সৈয়দ মাহফুজুল হক মারজানের পদাবনতি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত