বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঘরে বসেই যোগ দিতে পারেন আমেরিকান কলেজ মেলায়

নিজস্ব প্রতিবেদক

১৫:৫১, ২৯ সেপ্টেম্বর ২০২০

৮৫৪

ঘরে বসেই যোগ দিতে পারেন আমেরিকান কলেজ মেলায়

অক্টোবরের ২-৩ এবং ৯-১০ তারিখে আয়োজিত হবে প্রথম ভার্চুয়াল আমেরিকান কলেজ মেলা। যেখানে বিনা খরচায় নিজেদের ডিভাইস থেকে ঘরে বসেই অংশগ্রহণ করতে পারবেন বাংলাদেশের শিক্ষার্থীরা। আমেরকিান ১০০টি কলেজ প্রতিনিধিদের সাথে সরাসরি আলাপনের সুয়োগ করে দিতেই নেয়া হয়েছে এমন উদ্যোগ।

এডুকেশন ইউএসএ নামের পরামর্শ প্রতিষ্ঠানের উদ্যোগে মেলাটি আয়োজন করবে ঢাকার মার্কিন দূতাবাস। সম্প্রতি দুতাবাসের ডেপুটি চিফ অফ মিশন জো অ্যান ওয়াগনার এক বিশেষ ভিডিও বার্তায় একথা জানান। 

উল্লেখ্য, এডুকেশন ইউএসএ হলো বাংলাদেশ, ভারত, পাকিস্থান, আফগানিস্তান, নেপাল ও শ্রীলংকা ভিত্তিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান। তাদের  ‘সাউথ এশিয়া ভার্চুয়াল ট্যুর ২০২০’ নাম প্রজেক্টের আওতায় মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি । 

মেলার সূচি:
•    ২-৩ অক্টোবরের মেলা হবে স্নাতক পর্যায়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য। অংশগ্রহণের তথ্য পেতে চোখ রাখুন bit.ly/EdUSAFair20EmbWeb    পোর্টালে । 
•    ৯-১০ অক্টোবর মেলা হবে স্নাতকোত্তরে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য। জন্য। অংশগ্রহণের তথ্য পেতে চোখ রাখুন http://bit.ly/UGEdUSAFair20EmbWeb পোর্টালে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত