মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জানালেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না, সিদ্ধান্ত মার্চ-এপ্রিলে

স্টাফ করেসপন্ডেন্ট

১৩:০৬, ৩০ জানুয়ারি ২০২১

আপডেট: ১৭:৪১, ৩০ জানুয়ারি ২০২১

৮০১

জানালেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না, সিদ্ধান্ত মার্চ-এপ্রিলে

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনই কোনো সিদ্ধান্তে আসছে না সরকার। ফেব্রুয়ারি মাস পর্যবেক্ষণ করে মার্চ-এপ্রিল মাসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩০ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী। করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার পরীক্ষা ছাড়া জেএসসি-জেডিসির ফলের ২৫ এবং এসএসসির ফলের ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে এইচএসসি পরীক্ষার্থীদের গড় মূল্যায়ন করা হয়েছে। এবার শতভাগ পরীক্ষার্থীই পাশের মুখ দেখছে।

**এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

**৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি চলছে

সে সময় প্রধানমন্ত্রী জানান, ফেব্রুয়ারিতে করোনা পরিস্থিতি ভালো হলে মার্চ বা এপ্রিলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এছাড়া,শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবাইকে দ্রুত ভ্যাকসিনেশন কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। 

শেখ হাসিনা বলেন-
‘শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখায় অনেকেই সরকারের সমালোচনা করছেন। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি পরীক্ষা নেওয়ার ফলে কোনো শিক্ষার্থী যদি সংক্রমিত হয়, তার দায় কী সমালোচনাকারীরা নেবেন? নিশ্চয়ই নেবেন না। তখন তারা ভিন্ন পন্থা অবলম্বন করতেন। তারা শুধু অহেতুক সমালোচনাই করতে পারেন কিন্তু পরিস্থিতি অনুযায়ী কার্যকর কোন সিদ্ধান্ত দিতে পারেন না।’

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এমনিতেই শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত মন্তব্য করে ডিজিটাল পদ্ধতিতে ফলাফল নিয়ে কোন বিরূপ মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে, সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলে প্রাথমিকভাবে দশম ও দ্বাদশ শ্রেণির নিয়মিত ক্লাস হবে। অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে একদিন করে ক্লাসে আসবে। এ লক্ষ্যে ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দেওয়া হয় সরকার থেকে। তবে তিনি এও বলেছিলেন, নিয়মিত করোনার সংক্রমণ পরিস্থিতি বিশ্লেষণ করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা করেই শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক সব সিদ্ধান্ত নেওয়া হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত