মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বন্ধুতা বেঁচে থাকে যুগের পর যুগ পেরিয়ে

এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ- এর বর্ষপূর্তি উৎসব শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:১৫, ২১ জানুয়ারি ২০২১

আপডেট: ১৫:২৩, ২১ জানুয়ারি ২০২১

৮০০

বন্ধুতা বেঁচে থাকে যুগের পর যুগ পেরিয়ে

এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ- এর বর্ষপূর্তি উৎসব শুক্রবার

এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ- এর বর্ষপূর্তি উৎসব
এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ- এর বর্ষপূর্তি উৎসব

তিন যুগ আগে সারা বাংলাদেশ থেকে এসএসসি পাস করা বন্ধুরা আবারো এক হয়েছেন। নয় হাজারের বেশি বন্ধু অনলাইনে পরিসরে যুক্ত হয়ে এরই মধ্যে নানা কর্মকাণ্ড করছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সমাজসেবা, চিকিৎসা সেবা, সাংস্কৃতিক কর্মসূচি, দিবস উদযাপনসহ কাজগুলোর মধ্য দিয়ে ‘এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ’ মানুষের মন জয় করেছে। 

“এবার ঘটতে যাচ্ছে আরেক অভূতপূর্ব ঘটনা। সংগঠনের প্রথম বর্ষপূর্তি উৎসবে যোগ দিচ্ছেন সারাদেশ এবং দেশের বাইরে থেকে আসা বন্ধুরা। ভার্চুয়াল পরিসরেও যোগ দেবেন অনেকে। বন্ধুদের সঙ্গে উৎসবে মাতবেন দেশের উচ্চ পর‌্যায়ে থাকা বিশিষ্টজন এবং শিল্প-সাহিত্য ও ক্রীড়া অঙ্গনের তারকারাও,” বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। 

‘এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ’ এর প্রথম বর্ষপূর্তি উৎসবের প্রতিপাদ্য হচ্ছে- ‘দৃঢ হোক বন্ধুত্ব সহযোহিতার বন্ধনে’। 

কোথায়, কখন?

রাজধানীর উপকণ্ঠে বিরুলিয়া ব্রিজের বিপরীতে প্রিয়াংকা শুটিং স্পটে ২২ জানুয়ারি শুক্রবার সারা দিনের এই আয়োজন হবে। 

কী কী থাকছে?

- পরিচিতি ও পুনর্মিলনী, 
- উদ্বোধন পর্ব, 
- মানবিকতায় ৮৬ ও ডক্টর্স হেল্পলাইনসহ বিভিন্ন স্টল, 
- এডমিন প্যানেলর সংবর্ধনা, 
- যুগলবন্দি সংবর্ধনা,
- ’৮৬ ফাউন্ডেশন ও বন্ধু সংসদ বিষয়ে সাংগঠনিক অধিবেশন, 
- ঢাকা ঘোষণা পাঠ ও 
- সাংস্কৃতিক অনুষ্ঠান। 

সম্মেলনের আহ্বায়ক আশরাফুল হককে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনের সব প্রস্তুতি এরইমধ্যে শেষ হয়েছে। সারা দেশ এবং দেশের বাইরে থেকেও আসছেন বন্ধুরা।  

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত