বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শর্ত ভঙ্গ করায় হাটহাজারী মাদ্রাসা ফের বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

০১:১৪, ১৮ সেপ্টেম্বর ২০২০

৮৪৪

শর্ত ভঙ্গ করায় হাটহাজারী মাদ্রাসা ফের বন্ধ ঘোষণা

আরোপিত শর্ত যথাযথভাবে মেনে না চলায় চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার আল-জামিয়াতুল তাহলিমা দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কওমী মাদ্রাসাসমূহের দাবীর প্রেক্ষিতে গত ২৪ আগস্ট তারিখে স্বাস্থ্যবিধি মানা সংক্রান্ত কিছু শর্তসাপেক্ষে কওমি মাদ্রাসার কিতাব বিভাগের কার্যক্রম শুরু ও পরীক্ষা নেওয়ার অনুমতি দেয়া হয়েছিল। হাটহাজারী মাদ্রাসায সে শর্ত ভঙ্গ করায় কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত