মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারকে আইনি নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:৫২, ১১ জানুয়ারি ২০২১

আপডেট: ১৫:৫৭, ১১ জানুয়ারি ২০২১

৫৪০

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারকে আইনি নোটিশ

করোনাভাইরাস মহামারির মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে উল্লেখ করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী। সোমবার (১১ জানুয়ারি) এই নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়েছে-
‘করোনার কারণে ২০২০ সালের ২৫ মার্চ থেকে দেশের সব শিক্ষা বন্ধ রয়েছে। এ পর্যন্ত ১১ বার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নোটিশ দিয়েছে সরকার। দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব পড়ছে। শিক্ষার্থীরা এ সময়ে বাইরে ঘোরাঘুরি করছে, টিভি দেখে সময় ব্যয় করছে। এছাড়া মোবাইল ব্যবহারের মাধ্যমে নানা বাজে অভ্যাস গড়ে উঠছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।’

নোটিশে আরও বলা হয়, দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে। আগামী ১৬ জানুয়ারির পর আর কালবিলম্ব না করে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক। নয় তো শিক্ষার্থীরা অপূরণীয় ক্ষতির সম্মুখিন হবে।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গণমাধ্যমকে জানিয়েছিলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও ১৫ দিন থেকে এক মাস বাড়তে পারে। কয়েকদিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে বলেও তিনি জানিয়েছেন।

কোভিড-১৯ মহামারির কারণে ১৮ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। এরপর দফায় দফায় ছুটি বাড়িয়ে সর্বশেষ সেটি ১৬ জানুয়ারি পর্যন্ত করা হয়। বাতিল হয়েছে বিভিন্ন পরীক্ষাও। তবে লেখাপড়ার ধারাবাহিকতা রক্ষায় অনলাইন, টিভি ও বেতারে ক্লাস চালিয়ে আসছে সরকার।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত