মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মাধ্যমিক স্কুলে ভর্তিতে লটারি যেভাবে হবে

স্টাফ করেসপন্ডেন্ট

১৪:৩৮, ১১ জানুয়ারি ২০২১

৬৬০

মাধ্যমিক স্কুলে ভর্তিতে লটারি যেভাবে হবে

সারা দেশের সরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির লটারি কার্যক্রম শুরু হচ্ছে সোমবার (১১ জানুয়ারি) থেকে। সোমবার বিকেল সাড়ে তিনটায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয়ভাবে এই ভর্তি কার্যক্রমের উদ্বোধন করবে।

লটারি প্রক্রিয়া:
দেশজুড়ে লটারি সফটওয়্যারের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে হবে। 
প্রথমে রাজধানীর স্কুলগুলো, এরপর পর্যায়ক্রমে মহানগরী, জেলা ও উপজেলা শহরের সব মিলিয়ে ৩৯০টি স্কুলে লটারি হবে। 
লটারির কার্যক্রম অনলাইনে প্রচার করা হবে। ঠিকানা: http://www.facebook.com/dshe.moebd
স্কুল কর্তৃপক্ষ তার আইডি ও পাসওয়ার্ড দিয়ে এ লটারি দেখতে পারবে। 
শিক্ষার্থী ও অভিভাবকেরা স্কুলে গিয়ে তা দেখার সুযোগ পাবেন।

লটারি পরবর্তী কাজ:
লটারির ফলাফল তাৎক্ষণিকভাবে টেলিটক ও সফটওয়্যারের মাধ্যমে নিজ নিজ স্কুলের মেইলে পাঠিয়ে দেওয়া হবে।
বিকেল ৫টা থেকে নির্ধারিত লিংকে (http://gsa.teletalk.com.bd) ফলাফল প্রচার শুরু করা হবে। 
লটারির ফল আজই সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মুঠোফোনে টেলিটকের এসএসএমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া প্রতিষ্ঠান প্রধান, অভিভাবকরা টেলিটকের ওয়েবসাইট থেকে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল ডাউনলোড করতে পারবেন।  
প্রতিষ্ঠান প্রধানরা ফল ডাউনলোড করে জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতিকে ইমেইল করবেন। 
একইসাথে ফল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে জানাতে হবে। 
নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ভর্তি কমিটির সভা ডাকতে হবে। 
স্কুলগুলোকে তিনটি গুচ্ছ বা গ্রুপ (এ, বি এবং সি) করে ভর্তির কাজটি করা হবে। 
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা করতে হবে। 

সারাদেশে সরকারি স্কুলগুলোতে ভর্তির জন্য ৮০ হাজার সিটের বিপরীতে ৫ লাখ ৭৩ হাজার ৩১১ জন শিক্ষার্থী আবেদন করেছে। সে হিসেবে প্রতি সিটের জন্য সাতটির বেশি আবেদন জমা পড়েছে। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত