মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

স্কুল-কলেজে ভার্চুয়ালি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:৪৩, ৭ জানুয়ারি ২০২১

আপডেট: ১৮:৪৫, ৭ জানুয়ারি ২০২১

৫১৯

স্কুল-কলেজে ভার্চুয়ালি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের নির্দেশ

আগামী ১০ জানুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের নির্দেশ দিয়েছে সরকার। 

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়-

‘অধিদফতরের আওতাধীন সব স্কুল ও কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসের তাৎপর্য তুলে ধরে অনলাইনে আলোচনা সভা ও সেমিনার আয়োজন করার জন্য অনুরোধ করা হলো।’

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানেও যথাযথ মর্যাদায় দিকসটি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত