মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নতুন বছরে নতুন বই পেলো শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট

১৩:০২, ১ জানুয়ারি ২০২১

আপডেট: ১৩:২৩, ১ জানুয়ারি ২০২১

৫০৩

নতুন বছরে নতুন বই পেলো শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই বলেছিলেন করোনাভাইরাস সংক্রমণের কারণে এবারের বই উৎসবের কোনো আনুষ্ঠানিকতা থাকবে না। কিন্তু শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যাবে। হয়েছেও তাই। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। ২০১০ সাল থেকে প্রতিবছর ১ জানুয়ারি সারাদেশে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে।

শুক্রবার (১ জানুয়ারি) শুক্রবার সকাল থেকে রাজধানীর বাইরের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে এই বই দেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থী ও অভিভাবকেরা স্কুলে এসে বই নিচ্ছেন।

আরও পড়ুন**করোনা পরিস্থিতি ভালো না হলে স্কুল খুলবে না, অনলাইন শিক্ষা চলবে 

**এবার পাঠ্যবই দেওয়া হবে যেভাবে

আগের সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিকের শিক্ষার্থীদের পক্ষে অভিভাবকেরা স্কুলে গিয়ে বই নিচ্ছেন। তবে মাধ্যমিকের ক্ষেত্রে শিক্ষার্থীরা স্কুল থেকে বই নিচ্ছে।

করোনার সংক্রমণের কারণে একদিনেই সব শিক্ষার্থী নতুন বই পাবে না। কয়েক দিন ধরে ভাগ ভাগ করে ১২ দিনে বই দেওয়া হবে।

অন্যদিকে,যেসব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কম,সেখানে একদিনেই বই দেওয়া হচ্ছে। আর যেসব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী তুলনামূলক বেশি,সেখানে তিন দিন বই দেওয়া হবে।

করোনা পরিস্থিতির মধ্যেও যথাসময়ে প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দিচ্ছে সরকার।

প্রাথমিক ও মাধ্যমিকে মোট শিক্ষার্থী: ৪ কোটি ১৬ লাখ ৫৫ হাজার ২২৬ জন
বই দেয়া হবে ১ জানুয়ারি থেকে ১২ দিনে
প্রত্যেক শ্রেণির শিক্ষার্থীকে ভাগ হয়ে তিন দিনে বই সংগ্রহ করতে হবে
প্রাথমিকে বই সংগ্রহ করবে অভিভাবকরা, শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসবে না

গতকাল বই উৎসবের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত স্কুল খোলা হবে না। ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া হবে। গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। সবশেষ ঘোষণা অনুযায়ী,আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত এই ছুটি আছে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত