মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আটকে গেলো ৪ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:৩০, ৩০ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৮:৫৬, ৩০ ডিসেম্বর ২০২০

৫৯৫

আটকে গেলো ৪ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা

কমিটি গঠন ও কেন্দ্র নিয়ে দ্বিমতের জেরে দেশের চারটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আটকে গেছে। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর কর্তপক্ষ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। বুধবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চার বিশ্ববিদ্যালয় হচ্ছে-

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
রাজশাহী প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট)
চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট)
খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)


বুধবার (৩০ ডিসেম্বর) গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে বুয়েট, রুয়েট, চুয়েট ও কুয়েটের উপাচার্য ও তাদের প্রতিনিধিদের সঙ্গে আজ ইউজিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

সভায় বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও মনোনীত প্রতিনিধিরা জানান, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে সবাই নীতিগতভাবে একমত। এ বিষয়ে তাদের একাডেমিক কাউন্সিলেরও সম্মতি রয়েছে। তবে ভর্তি পরীক্ষার কমিটি গঠন ও কেন্দ্র নিয়ে তাদের দ্বিমত রয়েছে।

এ বিষয়ে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক আলমগীর বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে বুয়েটের অ্যাকাডেমিক কাউন্সিলের দেওয়া সিদ্ধান্তের ওপর অন্য তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিগগিরই তাদের সুস্পষ্ট মতামত ইউজিসির কাছে পাঠাবে। তারওপর ভিত্তি করে এই চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছে ভর্তি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দুর্ভোগ ও আর্থিক ব্যয় কমাতে এর আগে এ মাসের শুরুতে দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবার থেকে গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। এর আগে গত বছর থেকে দেশের সাতটি কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভিত্তিতে অভিন্ন প্রশ্নে এক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু করে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত