সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ || ৯ পৌষ ১৪৩১ || ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১১ দিনের ছুটি শেষে খুলল শিক্ষাপ্রতিষ্ঠান

অপরাজেয় বাংলা ডেস্ক

১২:১৯, ২০ অক্টোবর ২০২৪

২১৩

১১ দিনের ছুটি শেষে খুলল শিক্ষাপ্রতিষ্ঠান

ফাইল ছবি
ফাইল ছবি

টানা ১১ দিনের ছুটি শেষে আজ দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।

রোববার (২০ অক্টোবর) সকালে সরেজমিনে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হয় গত ৯ অক্টোবর, এর সঙ্গে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ১৬ অক্টোবর। সব মিলিয়ে ছুটি চলে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। পরের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে।

এ বিষয়ে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন গণমাধ্যমকে বলেন, সকালে প্রভাতি শাখার ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরুর আগে মাঠে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। অনেকদিন পর স্কুলে এসে শিক্ষার্থীরা বেশ উৎফুল্ল।


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত