শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘জুলাই বিপ্লবের’ শহীদদের স্মরণ করল নর্থ সাউথ ইউনিভার্সিটি

অপরাজেয় বাংলা ডেস্ক

২২:২৭, ১৬ আগস্ট ২০২৪

৪০৪

‘জুলাই বিপ্লবের’ শহীদদের স্মরণ করল নর্থ সাউথ ইউনিভার্সিটি

জুলাই বিপ্লব ২০২৪- এর সব শহীদ ও আহতদের স্মরণে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) শোকসভা, আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেইটে অনুষ্ঠানটি আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন (এনএসইউএসএস)।

এনএসইউ শহীদ মিনার থেকে শোকযাত্রায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। পবিত্র কুরআন তিলাওয়াত ও শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এরপরই জাতীয় সংগীত ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
এনএসইউ কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান বলেন, কোটা সংস্কারের সূত্র ধরে ছাত্রসমাজ একটি অরাজনৈতিক আন্দোলন থেকে বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে বিশাল পরিবর্তন নিয়ে এসেছে। আন্দোলনের শুরু থেকে আমাদের ছাত্র-ছাত্রীরা নিজেদের সর্বোচ্চ দিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তাই স্বৈরাচার সরকার পতনের এই বিজয়ে উল্লেখযোগ্য অবদান রাখায় এনএসইউ শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে শ্রদ্ধাভরে স্মরণ করছি এই বিপ্লবের সব শহীদকে।
 
আন্দোলনের স্মৃতিচারণ করে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী মেহনাজ আশরাফি বলেন, গত ৫ আগস্ট সকালে আমাদের এনএসইউ ৮ নম্বর গেইটে জড়ো হওয়ার কথা ছিল। কিন্তু এখানে অনেক পুলিশ উপস্থিত থাকায় আমরা প্রায় ৩০০ জনের মতো ১ নম্বর গেইটে জড়ো হওয়ার সিদ্ধান্ত নিই। এসময় আচমকা আমাদের ওপর পুলিশ লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ শুরু করে। এসময় আমাদের ৩০ থেকে ৪০ সহপাঠী আহত হন। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহতদের এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। যাদের আত্মত্যাগের জন্য আমরা দেশকে স্বৈরাচারমুক্ত করতে পেরেছি তাদের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করছি।

আরেক এনএসইউ শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, আগস্টের ১৯ তারিখে নর্দা এলাকায় আমাদের এনএসইউ স্টাফ আবির ভাই নিহত হয়েছেন। আমি তার ও এই আন্দোলনে নিহত সব শহীদদের আত্মার শান্তি কামনা করছি।

স্মৃতিচারণের পর আগুনের পরশমণি, মঙ্গল বারতাসহ আরও বেশকয়েকটি গান ও কবিতার মধ্য শিক্ষার্থীরা স্মরণ করেন তাদের হারানো সহযাত্রীদের। আলোক প্রজ্বলনের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনএসইউএসএসের ফ্যাকাল্টি অ্যাডভাইজার মুশাররাত হোসেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত