শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ || ১৯ আশ্বিন ১৪৩১ || ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছে জাবি শিক্ষক সমিতি

অপরাজেয় বাংলা ডেস্ক

২১:৫৫, ৩০ জুন ২০২৪

১৫৪

সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছে জাবি শিক্ষক সমিতি

সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ও প্রতিশ্রুত সুপার গ্রেডে অন্তর্ভুক্তির দাবিতে নতুন ১০টি কর্মসূচি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি।

রোববার সমিতির সম্পাদক অধ্যাপক শাহেদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ১ জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করছে।

সর্বাত্মক কর্মবিরতির কর্মসূচিগুলো হলো- সকল বিভাগের ক্লাস বন্ধ থাকবে; অনলাইন, সান্ধ্যকালীন ক্লাস, শুক্র ও শনিবারের উইকেন্ড কোর্সের ক্লাস বন্ধ থাকবে; কোনো পরীক্ষা (মিডটার্ম, ফাইনাল ও ভর্তি পরীক্ষা) অনুষ্ঠিত হবে না; বিভাগীয় চেয়ারম্যানরা বিভাগীয় অফিস, সেমিনার, কম্পিউটার ল্যাব ও গবেষণাগার বন্ধ রাখবেন, নবীন বরণ অনুষ্ঠানের কার্যক্রম গ্রহণ করবেন না, কোনো সিলেকশন বোর্ডের সভায় যোগদান করবেন না; একাডেমিক কমিটি, পরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হবে না; বিভিন্ন অনুষদের ডিনরা ডিন অফিস ও ভর্তি পরীক্ষাসহ সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ রাখবেন; বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকরা ইনস্টিটিউটের অফিস, ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখবেন; বিভিন্ন গবেষণা সেন্টারের পরিচালকরা কোনো সেমিনার, কনফারেন্স ও ওয়ার্কশপের কর্মসূচি গ্রহণ করা থেকে বিরত থাকবেন; বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা প্রাধ্যক্ষ অফিস বন্ধ রাখবেন; বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক গ্রন্থাগার বন্ধ রাখবেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত