মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাবিতে হল বন্ধ রেখেই ২ জানুয়ারি থেকে স্নাতক-স্নাতকোত্তর পরীক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট

১৩:৪৯, ২১ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৩:৫১, ২১ ডিসেম্বর ২০২০

৫৭৮

রাবিতে হল বন্ধ রেখেই ২ জানুয়ারি থেকে স্নাতক-স্নাতকোত্তর পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাসের কারণে আটকে থাকা স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা আগামী দুই জানুয়ারি থেকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ। তবে মহামারি পরিস্থিতি বিবেচনায় আবাসিক হল বন্ধ রাখা হবে। 

সোমবার (২১ ডিসেম্বর) রাবির উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা দ্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, যেসব বিভাগের শিক্ষার্থীরা ২০১৫-১৬ সেশনের অনার্স এবং ২০১৪-১৫ সেশনের মাস্টার্স পরীক্ষা শেষ করতে পারেনি, তারা আগামী ২ জানুয়ারি থেকে পরীক্ষায় বসতে পারবে।

উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা জানান, স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি বিভাগ তাদের শিক্ষার্থীদের জন্য পরীক্ষার ব্যবস্থা করবে। তবে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত