শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ || ২০ পৌষ ১৪৩১ || ০১ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

অপরাজেয় বাংলা ডেস্ক

১১:২৫, ১০ মে ২০২৪

২০৫

গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক ব্যবসায় শিক্ষা শাখার (সি ইউনিট) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার বেলা ১১টায় এ পরীক্ষা শুরু হয়।  চলবে দুপুর ১২টা পর্যন্ত।

‘সি’ ইউনিটের পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৪০ হাজার ১১৬ জন ভর্তিচ্ছু। দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ‘সি’ ইউনিটভুক্ত শিক্ষার্থীদের ৩ হাজার ৬২৯টি আসন রয়েছে। 

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যবিপ্রবি উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেন, আমরা ইতোমধ্যে ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করেছি। আগের পরীক্ষাগুলোয় কোথাও কোনো অসংগতি পাওয়া যায়নি। 

তিনি আরও বলেন, আশা করি, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষাও কঠোর নিরাপত্তা ও অত্যন্ত শান্তিপূর্ণভাবে সব কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। কয়েক দিন আগেও যে তীব্র তাপপ্রবাহ ছিল, তা এখন কমেছে। আশা করি, পরীক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত