সাত কলেজের শিক্ষার্থীদের গণঅনশনের হুঁশিয়ারি
সাত কলেজের শিক্ষার্থীদের গণঅনশনের হুঁশিয়ারি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সিজিপিএ শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার দাবিতে গণঅনশনের হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার সকাল ১০টার মধ্যে দাবি মানা না হলে তারা গণঅনশন কর্মসূচি দেবেন বলে উল্লেখ করেন।
রোববার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে তারা এই আলটিমেটাম দেন।
শিক্ষার্থীদের মুখপাত্র শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মোখলেসুর রহমান রবিন বলেন, আমাদের প্রতি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে ৮ থেকে ৯ মাস নেওয়া হয়। যা আমাদের শিক্ষাজীবনকে বিলম্বিত করছে। আমরা চাই ফলাফল প্রকাশে সময়সীমা তিন মাসে নামিয়ে আনা হোক।
তিনি আরও বলেন, আমরা পরবর্তী বর্ষের প্রস্তুতির জন্য ইনকোর্স ও টেস্ট পরীক্ষা দিয়ে থাকি। তাই সামান্য সিজিপিএ শর্তের জন্য বিগত বর্ষের সব বিষয়ে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। তাই নির্ধারিত সিজিপিএ শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন চাই।
পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, সোমবার সকাল ১০টার মধ্যে যদি তাদের দাবি পূরণের আশ্বাস না পাওয়া যায় তাহলে পুনরায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅনশন করতে তারা বাধ্য হবে। এ সময় সাত কলেজের কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে, গত বুধবার একই দাবিতে নীলক্ষেত মোড়ে আন্দোলনের জন্য জড়ো হন শিক্ষার্থীরা। সে সময় তারা দাবি না মানলে রোববার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅনশনের কর্মসূচির ঘোষণা দেন।
আরও পড়ুন
জনপ্রিয়
- ভালো কাজের স্বীকৃতি
বিশ্বের একশো স্কুলের মধ্যে ব্র্যাকের ৩ স্কুল - ৬৬ শিক্ষকের ই-স্বাক্ষরিত বিবৃতি
খুবি কর্তৃপক্ষের নোটিশে ক্ষোভ ও নিন্দা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের - ইউল্যাব শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ৩৫ শিক্ষকের বিবৃতি
- পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না রেখেই পরীক্ষা নিচ্ছে কুবি
- বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে
- আইনে থাকলেও শিক্ষাছুটির সুবিধা পান না কুবি মেডিকেল কর্মকর্তারা
- জানালেন শিক্ষামন্ত্রী
পিইসি-জেএসসি পরীক্ষা বাদ, বিভাগ উঠে যাচ্ছে এসএসসিতে - বঙ্গবন্ধুর সমাধিতে কুবি শিক্ষক সমিতির শ্রদ্ধা
- আরও ৩ দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত
- কুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন