শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৮ শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট

১১:২৭, ১৭ আগস্ট ২০২৩

আপডেট: ১১:২৮, ১৭ আগস্ট ২০২৩

২৯৭

৮ শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের পরীক্ষা শুরু হয়। শেষ হবে দুপুর ১টায়।

এবার ১৩৮৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখেরও বেশি পরীক্ষার্থী। সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ বছর একটি বিষয় ছাড়া সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হবে। কেবল আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা হবে।

প্রশ্নফাঁস ও নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠানে নানা উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড। এর মধ্যে অন্যতম কোচিং সেন্টার বন্ধ রাখা। গত ১৪ আগস্ট থেকে সারাদেশে তা বন্ধ রয়েছে।

এদিন দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর কথা ছিল। এজন্য মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী ফরম পূরণ করেন।

কিন্তু বন্যার কারণে চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পেছানো হয়। আগামী ২৭ আগস্ট এই তিন বোর্ডের পরীক্ষা শুরু হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত