বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুক্তরাষ্ট্রে এক বছর পড়ার সুযোগ এই ঘোষণায়

স্টাফ করেসপন্ডেন্ট

১০:৩৯, ৭ ডিসেম্বর ২০২০

আপডেট: ১২:৫৭, ৭ ডিসেম্বর ২০২০

৩৭৩

যুক্তরাষ্ট্রে এক বছর পড়ার সুযোগ এই ঘোষণায়

যুক্তরাষ্ট্রের কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ (সিসিআই) কর্মসূচির অধীনে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের জন্য আবেদন নেওয়া শুরু হয়েছে। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস জানাচ্ছে, এই কর্মসূচিতে অংশ নেয়ার জন্য বাংলাদেশের স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এক শিক্ষাবর্ষের জন্য আমেরিকাতে থাকার এবং কোনও একটি আমেরিকান কমিউনিটি কলেজে পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে ভর্তি হওয়ার সুযোগ পাবেন তারা।  

গত ২০১৩ সাল থেকে ৫৫জন বাংলাদেশি শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নিয়েছেন, বলা হয়েছে সোমবার (৭ ডিসেম্বর) দূতাবাস থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে।

কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ কর্মসূচির অধীনে ২০২১-২২ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্র ব্যাপী কমিউনিটি কলেজগুলোতে ফলিত প্রকৌশল, কৃষি, ব্যবসা ব্যবস্থাপনা ও প্রশাসন, প্রারম্ভিক শিশু শিক্ষা, তথ্যপ্রযুক্তি, মিডিয়া/গণমাধ্যম, জন-নিরাপত্তা, এবং পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। 

আবেদন করার শেষ তারিখ বৃহস্পতিবার (৭ জানুয়ারি ২০২১), বাংলাদেশ সময় বিকেল ৪:৩০ মিনিট।

এই কর্মসূচির উদ্দেশ্য হলো প্রতিশ্রুতিশীল শিক্ষার্থীদের নেতৃত্বের সামর্থ্য ও ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আমেরিকান সংস্কৃতি সম্পর্কে তাদের ধারণা ও বোঝাপড়া আরো স্বচ্ছ ও গভীর করা। 

দূতাবাস জানায়, আরো আশা করা হচ্ছে যে, শিক্ষার্থীরা তাদের পাঠ্য বিষয় বহির্ভূত কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় কমিউনিটির একজন সদস্য হিসেবে কমিউনিটির বিভিন্ন ধরনের কার্যক্রম ও স্বেচ্ছাসেবামূলক প্রকল্পগুলোতে সক্রিয়ভাবে অংশ নেবে। এই কর্মসূচির শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের নিজ নিজ দেশে ফিরে গিয়ে যুক্তরাষ্ট্র থেকে অর্জিত তাদের নতুন দক্ষতাকে কাজে লাগিয়ে তাদের নিজ নিজ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যদিও এই কর্মসূচিটি নন-ডিগ্রি-আর্নিং কিন্তু শিক্ষার্থীরা দুই সেমিস্টারের জন্য পূর্ণ ক্রেডিট/নাম্বার পাবে এবং ইন্টার্নশিপের মাধ্যমে তারা তাদের পঠিত বিষয়ের উপর হাতে-কলমে কাজ করার বাব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করবে।এছাড়াও শিক্ষার্থীরা তাদের পঠিত বিষয় ও শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের উপর ভিত্তি করে তাদের অধ্যয়নের বিষয়ের উপর একটি একাডেমিক সার্টিফিকেট বা শিক্ষাসনদও পেতে পারে।

সিসিআই কর্মসূচিতে আবেদনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের বা প্রার্থীদের অবশ্যই নিচে উল্লেখিত যোগ্যতাসমূহ এবং দূতাবাসের ওয়েবসাইটে এইকর্মসূচির জন্য বর্ণিত মানদণ্ডগুলো অবশ্যই পূরণ করতে হবে:

- বাংলাদেশি নাগরিক এবং দ্বৈত নাগরিকত্ব নেই কিংবা যুক্তরাষ্ট্র বা অন্য কোন দেশের স্থায়ী বাসিন্দা নন;
- বয়স কমপক্ষে ১৮বছর;
- পাসপোর্টের মেয়াদ ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে হবে;
- এইচএসসি/এ-লেভেল উত্তীর্ণ হতে হবে কিংবা বর্তমানে কোন বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থী হতে হবে;
- ইংরেজি ভাষায় বলতে ও লিখতে পারদর্শিতা থাকতে হবে,এবং
- আইবিটি টোফেল স্কোর কমপক্ষে ৬৫-৭১ হতে হবে কিংবা আইইএলটিএস স্কোর ৬.০ হতে হবে। 

যদি আপনি ইতোমধ্যে টোফেল কিংবা আইইএলটিএস পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে আপনার আবেদনপত্রের সাথে আপনার স্কোরের কাগজপত্র জমা দিন। উল্লেখ্য যে, আবেদনকারীর ইংরেজি পরীক্ষার স্কোর থাকা নির্বাচন প্রক্রিয়ায় অগ্রাধিকার/সুবিধাপাবে;

- এইচএসসি/এ-লেভেল পরীক্ষায় কমপক্ষে গড়েবি+ থাকতে হবে, এবং কোন বিষয়ে ফেল থাকা যাবে না;
- কর্মসূচি শেষে বাংলাদেশে ফিরে আসার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে এবং জে ক্যাটাগরি ভিসার শর্তপূরণ করার জন্য দুই বছর নিজ দেশে অবস্থান করতে হবে;
- নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করতে হবে;
- যুক্তরাষ্ট্রে আগে লেখাপড়া করার কিংবা ভ্রমণ করার অভিজ্ঞতা নেই;
- নিবিড় শিক্ষা কার্যক্রম, কমিউনিটি সেবা ও শিক্ষামূলক ভ্রমণে সক্রিয়ভাবে অংশ নেওয়ার ব্যাপারে পূর্ণইচ্ছা ও সামর্থ্য থাকতে হবে;
- ক্যাম্পাসের জীবনযাপনের ব্যাপারে সহজ ও স্বাচ্ছন্দ্যময় হতে হবে, অন্যের সাথে রুম ভাগাভাগি করে থাকার ব্যাপারে মানসিক প্রস্তুতি থাকতে হবে এবং নিজ দেশের থেকে ভিন্ন সংস্কৃতি ও সামাজিক বিষয়গুলোর সাথে নিজেকে মানিয়ে নেওয়ার ব্যাপারে সচেষ্ট হতে হবে;
- দায়িত্বশীল, স্বাধীন, আত্মবিশ্বাসী, মুক্তমনা, সহনশীল, চিন্তাশীল ও অনুসন্ধিত্সু হতে হবে; এবং
- ২০২১ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামে যোগ
দেয়ার প্রস্তুতি থাকতে হবে।

আবেদন করার বিস্তারিত জানতে দেখুন: https://bd.usembassy.gov/ccip-24573/?_ga=2.248121732.264558258.1607224107-2082875961.1604985810. 

কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ (সিসিআই) কর্মসূচি সম্পর্কে আরো জানতে দেখুন: https://exchanges.state.gov/non-us/program/community-college-initiative-program.

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত