বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পেছাচ্ছে সামনের এসএসসি ও এইচএসসি পরীক্ষা, সিলেবাস সংক্ষিপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট

১৪:৫৮, ২৫ নভেম্বর ২০২০

আপডেট: ১৫:৫৮, ২৫ নভেম্বর ২০২০

৯৩৩

পেছাচ্ছে সামনের এসএসসি ও এইচএসসি পরীক্ষা, সিলেবাস সংক্ষিপ্ত

করোনাভাইরাস মহামারির কারণে আগামী বছরের এসএসসি (মাধ্যমিক) ও এইচএসসি (উচ্চ মাধ্যমিক) পরীক্ষাও নির্ধারিত সময়ে হচ্ছে না। এই দুই গুরুত্বপূর্ণ পরীক্ষাও পিছিয়ে যাচ্ছে। এ কথা বলেছেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

বুধবার (২৫ নভেম্বর) ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে একথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি আরও জানান, এসএসসি ও এইচএসসির শিক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাসও তৈরি করা হয়েছে।

‘আগামী বছর যাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা তাদের জন্য তিন মাসে শেষ করা যায় এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। তাদের তিন মাস ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়া হবে। সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আমরা তাদের তিন মাস ক্লাস করাতে চাই। সে কারণে হয়তো এসএসসি ও এইচএসসি পরীক্ষা দুই এক মাস পিছিয়ে যাবে।’ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রসঙ্গত, গত বছরগুলোয় ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমান এবং ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা হয়ে আসছে। চলতি বছরে এসএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া গেলেও করোনার কারণে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত