প্রতি শ্রেণির ভর্তি লটারিতে: শিক্ষামন্ত্রী
প্রতি শ্রেণির ভর্তি লটারিতে: শিক্ষামন্ত্রী
২০২১ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তিতে কোনো পরীক্ষা থাকছে না। করোনাভাইরাস মহামারিতে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় প্রতি শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধাবর (২৫ নভেম্বর) মাধ্যমিক পর্যায়ে ভর্তির বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, কোভিড-১৯ এর কারণে লটারি অনুষ্ঠানের সময় আগের মতো অভিভাবকরা শারীরিকভাবে উপস্থিত থাকতে পারবেন না। এবং ভর্তির ক্ষেত্রে এলাকাভিত্তিক কোটা ৪০ থেকে বাড়িয়ে ৫০ ভাগ করা হয়েছে। আরও জানান, চলতি সপ্তাহে ভর্তি নীতিমালা জারি করা হতে পারে।
প্রতিবছর প্রথম শ্রেণীর ভর্তিতে লটারি এবং দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণিতে ভর্তি পরীক্ষা হয়। এবারে করোনা মহামারির কারণে নিয়ম পাল্টেছে।
লটারিতে ভর্তির নতুন প্রক্রিয়া-
২০২১ সালে সব ক্লাসেরই শিক্ষার্থী ভর্তির ফরম বিক্রি হবে অনলাইনে।
যাচাই-বাছাই করে লটারির জন্য নির্বাচন করবে স্কুল কর্তৃপক্ষ।
একাধিক ধাপে লটারি করে শিক্ষার্থী ভর্তি করা হবে।
ফলাফল স্কুলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে
স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও কয়েকজন অভিভাবক নিয়ে গঠিত ভর্তি কমিটি এ প্রক্রিয়া সম্পন্ন করবে।
কোভিড-১৯ মহামারির কারণে ১৮ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। এরপর দফায় দফায় ছুটি বাড়িয়ে সর্বশেষ সেটি ১৯ ডিসেম্বর পর্যন্ত করা হয়। বাতিল হয়েছে বিভিন্ন পরীক্ষাও। তবে লেখাপড়ার ধারাবাহিকতা রক্ষায় অনলাইন, টিভি ও বেতারে ক্লাস চালিয়ে আসছে সরকার।
বাতিল হয়েছে যেসব পরীক্ষা
পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা।
অষ্টম শ্রেণীর জেএসসি-জেডিসি পরীক্ষা।
এইচএসসি ও সমমানের পরীক্ষা।
মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা।
করোনাকালে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে সরকার প্রথাগতভাবে বার্ষিক পরীক্ষা নিচ্ছে না। এক্ষেত্রে মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য বিকল্প পদ্ধতিতে অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের অর্জিত শিখনফল মূল্যায়ন কাজ শুরু হয়েছে।
আরও পড়ুন
জনপ্রিয়
- ভালো কাজের স্বীকৃতি
বিশ্বের একশো স্কুলের মধ্যে ব্র্যাকের ৩ স্কুল - ৬৬ শিক্ষকের ই-স্বাক্ষরিত বিবৃতি
খুবি কর্তৃপক্ষের নোটিশে ক্ষোভ ও নিন্দা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের - ইউল্যাব শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ৩৫ শিক্ষকের বিবৃতি
- পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না রেখেই পরীক্ষা নিচ্ছে কুবি
- বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে
- আইনে থাকলেও শিক্ষাছুটির সুবিধা পান না কুবি মেডিকেল কর্মকর্তারা
- জানালেন শিক্ষামন্ত্রী
পিইসি-জেএসসি পরীক্ষা বাদ, বিভাগ উঠে যাচ্ছে এসএসসিতে - বঙ্গবন্ধুর সমাধিতে কুবি শিক্ষক সমিতির শ্রদ্ধা
- আরও ৩ দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত
- কুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন