বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

উদ্যোক্তাদের জন্য

যুক্তরাষ্ট্রের অফারে বিনামূল্যে ইংরেজি কোর্সের নিবন্ধন চলছে

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:১৩, ২৪ নভেম্বর ২০২০

আপডেট: ১৮:১৬, ২৪ নভেম্বর ২০২০

৩২৮

উদ্যোক্তাদের জন্য

যুক্তরাষ্ট্রের অফারে বিনামূল্যে ইংরেজি কোর্সের নিবন্ধন চলছে

ব্যবসা পরিচালনা ও ব্যবসায়ী উদ্যোগে যোগাযোগ দক্ষতা বাড়াতে আগ্রহী? যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট-এর অর্থায়নে বিনামূল্যে অফার করা হয়েছে অনলাইন কোর্স। জানাচ্ছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস। ১৮ ডিসেম্বর ২০২০ তারিখের মধ্যে নিবন্ধন করে ২৮ ডিসেম্বর ২০২০-এর মধ্যে কোর্সের পাঠ সম্পন্ন করা যাবে। 

বৈশ্বিক ব্যবসায় উদ্যোগ সপ্তাহ (GEW)২০২০ কার্যক্রমের অংশ হিসাবে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট মাতৃভাষা ইংরেজি নয় এমন মানুষদের মধ্যে ইংরেজিতে যোগাযোগের দক্ষতা এবং একইসাথে ব্যবসায় ও ব্যবসায় উদ্যোগ গ্রহণ বিষয়ে জ্ঞান বাড়াতে এই উন্মুক্ত অনলাইন কোর্সে (MOOC) পৃষ্ঠপোষকতা দিচ্ছে। 

বিশ্বাসযোগ্য কোন ব্যবসায় ধারণা প্রণয়নের সুযোগ সনাক্ত করা থেকে শুরু করে নতুন ব্যবসা হাতে নেয়ার মূল উপাদানগুলোর বিষয়ে কোর্সটি ধাপে ধাপে নির্দেশনা দেবে। বিভিন্ন দৃষ্টান্ত বা কেস স্টাডি, নির্বাচিত পাঠ এবং ভিডিও বক্তৃতার মাধ্যমে অংশগ্রহণকারীরা শিখতে পারবেন ঝুঁকি ও সুযোগ সনাক্ত করতে কীভাবে বাজার গবেষণাকে ব্যবহার করতে হয়। 

এছাড়াও শেখানো হবে,

- কীভাবে একটা ব্যবসায় পরিকল্পনা বুঝতে ও তৈরি করতে হয় 
- কীভাবে বিনিয়োগকারী ও অর্থনৈতিক সহায়তা খুঁজে বের করা যায় এবং
- ব্যবসায় ধারণা তৈরির কৌশল পরীক্ষা ও উপস্থাপন কেমন হবে

কোর্সটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত। কোন প্রশিক্ষকের সহায়তা ছাড়াই অংশগ্রহণকারীরা স্বাধীনভাবে এটি অধ্যয়ন করতে পারবেন। এতে পাঠদান করছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট’র অনলাইন প্রফেশনাল ইংলিশ নেটওয়ার্ক এবং কোর্সটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক মানবিক উন্নয়ন সংস্থা এফএইচআই ৩৬০।

এখন নিবন্ধন চলছে। অংশগ্রহণেচ্ছুরা আগামী ১৮ ডিসেম্বর, ২০২০পর্যন্ত ছয় মডিউলের এই কোর্সে নিবন্ধন করতে পারেন। নিবন্ধনের পর এই কোর্স করতে অংশগ্রহণকারীরা দিন-রাত যেকোন সময় লগ-ইন করে মডিউলগুলো সম্পন্ন করতে পারবেন। তবে আগামী ২৮ ডিসেম্বর ২০২০ তারিখের মধ্যে তা সম্পন্ন করতে হবে। 

৭০% বা তার বেশি স্কোর নিয়ে আবশ্যকীয় কার্যক্রম সম্পন্নকারীরা একটি ডিজিটাল ব্যাজ ও সনদপত্র পাবেন। 

ইংলিশ ফর বিজনেস এন্ট্রারপ্রেনারশিপ সিলেবাস” শীর্ষক MOOC কোর্সটি মাতৃভাষা ইংরেজি নয় এমন ও উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তাদের মধ্যে ইংরেজি ভাষার দক্ষতা এবং ব্যবসা ও ব্যবসায় উদ্যোগ গ্রহণ বিষয়ে জ্ঞান বাড়াতে আগ্রহীদের জন্য প্রণয়ন করা হয়েছে, জানায় যুক্তরাষ্ট্র দূতাবাস। 

এই কোর্স শেষে অংশগ্রহণকারীরা:

- ইংরেজি পাঠ ও শ্রুতির দক্ষতা বাড়ানোর কৌশল চিহ্নিত করে এর প্রয়োগ ঘটাতে এবং ব্যবসায় ও ব্যবসায় উদ্যোগ গ্রহণ বিষয়ক মূল শব্দসম্ভার ব্যবহারপূর্বক অনুশীলনে সক্ষম হবেন। 
- দেশীয় অর্থনীতিতে ব্যবসায় উদ্যোগ গ্রহণের ভূমিকা বিশ্লেষণ, ব্যবসায়ের বিভিন্ন মডেল সনাক্ত করা ও সেগুলোর তুলনা এবং বিভিন্ন প্রেক্ষাপটে কার্যকর বাজার গবেষণা ও কার্যকর ব্যবসায় পরিকল্পনার মূল উপাদানগুলোর মূল্যায়নে সক্ষম হবেন। 
- বিনিয়োগকারীদের আকৃষ্ট করা এবং ব্যবসায় শুরু করতে তহবিল সংগ্রহের কৌশল চিহ্নিতকরণ ও প্রণয়নের অনুশীলনেও সক্ষম হবেন তারা।  

কোর্সে নিবন্ধনের জন্য ব্রাউজ করুন: https://www.canvas.net/browse/fhi/courses/english-for-media-literacy

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট’র আমেরিকান ইংলিশ (AE) ই-টিচার প্রোগ্রামের মাধ্যমে প্রদত্ত অন্যান্য MOOC কোর্স বিষয়ে আরো তথ্যের জন্য দেখুন: https://www.aeeteacher.org/node/273.

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত