টিভি অনুষ্ঠান প্রযোজনা কৌশল বিষয়ে দু’দিনের প্রশিক্ষণ কর্মশালা
টিভি অনুষ্ঠান প্রযোজনা কৌশল বিষয়ে দু’দিনের প্রশিক্ষণ কর্মশালা
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র গ্রাফিক ডিজাইন ও মাল্টিমিডিয়া বিভাগের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থীদের ‘Television Production & Communication-II’ শীর্ষক কোর্সের ব্যবহারিক কর্মশালা শনিবার উত্তরা ডিয়াবাড়ী বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়েছে। গ্রাফিক ডিজাইন ও মাল্টিমিডিয়া বিভাগের ৩৮ তম আবর্তনের শিক্ষার্থীরা কর্মশালায় অংশ নিচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের ডিজাইন ও টেকনোলজি অনুষদের ডিন স্থপতি হোসনে আরা রহমান প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের সহকারী অধ্যাপক ও সমন্বয়কারী মো. সাইফুল ইসলাম। সকালের সেশনে টিভি প্রযোজনা বিষয়ে মাস্টার ক্লাস নেন দীপ্ত টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ফুয়াদ চৌধূরী।
দুপুরের সেশনে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠিত গণমাধ্যম হাইজগুলোর পেশাদার কর্মকর্তা ও সৃজনশীল ব্যক্তিত্বদের অভিজ্ঞতা বিনিময় থেকে পাঠগ্রহণ। অভিজ্ঞতা বিনিময় করেন বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান প্রধান, লেখক ও অভিনেতা আহসান করিব, জনপ্রিয় নাট্যকার-লেখক ও টিভি অনুষ্ঠান নির্মাতা পলাশ মাহবুব, বিশিষ্ট গবেষক, শিক্ষক ও অনুষ্ঠান নির্মাতা ড. তৌফিক এলাহী। বিকালের সেশন পরিচালনা করে বিশিষ্ট অভিনেতা, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক জনাব গাজী রাকায়েত। গণমাধ্যম গবেষক, অধ্যাপক ও মিডিয়াকর্মী ড. ইসলাম শফিক-এই কর্মশালায় আহবায়ক ও মাস্টার ক্লাস পরিচালনা করেন।
কর্মশালার দ্বিতীয় দিনে হবে হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রম। প্রযোজনাভিত্তিক কর্মশালায় শিক্ষার্থীরা ইনডোর ও আউটডোর দুই পরিবেশ মিলিয়ে সর্বমোট চারটি টিভি প্রযোজনার শুটিং সম্পন্ন করে। অনুষ্ঠানের ধরন অনুযায়ী সেট, লাইট, শব্দগ্রহণ, মাইক্রোফোন পরিচিতি, মাল্টিক্যামেরায় অনলাইন শুটিং কৌশল, অনলাইন ভিডিও এডিটিং পদ্ধতি, টকব্যাকের ব্যবহার, ক্যামেরা মুভমেন্ট, লাইভ সম্প্রচার, লাইভ অনুরূপ রেকর্ডিং কৌশল প্রভৃতি বিষয়ে বিশেষভাবে আলোকপাত করা হবে।
আরও পড়ুন
জনপ্রিয়
- ভালো কাজের স্বীকৃতি
বিশ্বের একশো স্কুলের মধ্যে ব্র্যাকের ৩ স্কুল - ৬৬ শিক্ষকের ই-স্বাক্ষরিত বিবৃতি
খুবি কর্তৃপক্ষের নোটিশে ক্ষোভ ও নিন্দা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের - ইউল্যাব শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ৩৫ শিক্ষকের বিবৃতি
- পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না রেখেই পরীক্ষা নিচ্ছে কুবি
- বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে
- আইনে থাকলেও শিক্ষাছুটির সুবিধা পান না কুবি মেডিকেল কর্মকর্তারা
- জানালেন শিক্ষামন্ত্রী
পিইসি-জেএসসি পরীক্ষা বাদ, বিভাগ উঠে যাচ্ছে এসএসসিতে - বঙ্গবন্ধুর সমাধিতে কুবি শিক্ষক সমিতির শ্রদ্ধা
- আরও ৩ দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত
- কুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন