পাবিপ্রবি’র লোকপ্রশাসন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পাবিপ্রবি’র লোকপ্রশাসন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শনিবার আনন্দ উৎসবমুখর পরিবেশে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সকাল দশটায় বিভাগের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
বিশ্ববিদ্যালয় শহীদ মিনার থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে, স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে স্বাধীনতা চত্বরে বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর শিক্ষার্থীরা ফ্ল্যাশমবে অংশগ্রহণ করেন। ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
বিকাল চারটায় বিভাগের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম সালাহ উদ্দীন এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ। সম্মানিত অতিথি ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান মোছাঃ সানজিদা রহমান। স্বাগত বক্তব্য দেন বিভাগের শিক্ষক মিরাজ হোসেন। আরও বক্তব্য দেন বিভাগের শিক্ষক মো. আল-ফাহাদ ভূঁইয়া। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন
জনপ্রিয়
- ভালো কাজের স্বীকৃতি
বিশ্বের একশো স্কুলের মধ্যে ব্র্যাকের ৩ স্কুল - ৬৬ শিক্ষকের ই-স্বাক্ষরিত বিবৃতি
খুবি কর্তৃপক্ষের নোটিশে ক্ষোভ ও নিন্দা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের - ইউল্যাব শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ৩৫ শিক্ষকের বিবৃতি
- পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না রেখেই পরীক্ষা নিচ্ছে কুবি
- বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে
- আইনে থাকলেও শিক্ষাছুটির সুবিধা পান না কুবি মেডিকেল কর্মকর্তারা
- জানালেন শিক্ষামন্ত্রী
পিইসি-জেএসসি পরীক্ষা বাদ, বিভাগ উঠে যাচ্ছে এসএসসিতে - বঙ্গবন্ধুর সমাধিতে কুবি শিক্ষক সমিতির শ্রদ্ধা
- আরও ৩ দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত
- কুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন