রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, লড়ছেন আসনপ্রতি ৩৩ জন

স্টাফ করেসপন্ডেন্ট

১১:৪৬, ৪ জুন ২০২২

আপডেট: ১৩:০১, ৪ জুন ২০২২

৫২২

ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, লড়ছেন আসনপ্রতি ৩৩ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতকের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। 

শনিবার (৪ জুন) সকাল ১১টা থেকে শুরু এই পরীক্ষা চলবে বেলা ১২টা পর্যন্ত।

এবার এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩২ দশমিক ৭৫ জন। যেখানে গত বছর আসন প্রতি লড়েছিলেন ২০ জন। এবারে প্রতি আসনের বিপরীতে প্রার্থী বেড়েছে ১৩ জন।

এবার ‘খ’ ইউনিটের ১ হাজার ৭৮৮ আসনের বিপরীতে আবেদন করেছে ৫৮ হাজার ৫৬৮ জন। যার মধ্যে বরিশালে ১ হাজার ৮৪১ জন, চট্টগ্রামে ৩ হাজার ৫৪০ জন, ঢাকায় ২৭ হাজার ৭৩ জন, খুলনায় ৬ হাজার ৫৪ জন, ময়মনসিংহে ৫ হাজার ৪১৪ জন, রাজশাহীতে ৭ হাজার ২১৭ জন, রংপুর ৬ হাজার ৪৭৬ জন এবং সিলেট ৯৩৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।

পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে ঢাকাসহ মোট আটটি বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার বাইরের কেন্দ্রগুলো হলো— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), বরিশাল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে পাওয়া তথ্যমতে, ঢাবির ভর্তি পরীক্ষায় অংশ নিতে চূড়ান্তভাবে আবেদন সম্পন্ন করেছেন প্রায় ২ লাখ ৯০ হাজার ৪৮৭ জন শিক্ষার্থী। আসন সংখ্যা ৬ হাজার ৩৫টি। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৯ জন। ‘ক’ ইউনিটের ১ হাজার ৮৫১ আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ১৫ হাজার ৬৮৫ জন। ‘খ’ ইউনিটের ১ হাজার ৭৮৮ আসনের বিপরীতে ৫৮ হাজার ৫৬৮ জন, ‘গ’ ইউনিটে ৯৩০ আসনের বিপরীতে ৩০ হাজার ৭১৯ জন, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৩৩৬ আসনের বিপরীতে ৭৮ হাজার ৭১ জন এবং ‘চ’ ইউনিটে ১৩০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৭ হাজার ৪৪৪ জন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত