রাবিতে সাংবাদিক মারধর: ৩ দিনে কাজই শুরু করেনি কমিটি
রাবিতে সাংবাদিক মারধর: ৩ দিনে কাজই শুরু করেনি কমিটি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক মারধরের ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হলেও তিনদিনে কাজই শুরু করতে পারেনি তারা। আগামী রোববার (৫ জুন) থেকে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন কমিটির আহ্বায়ক ড. আমিরুল ইসলাম কনক।
তিনি বলেন, ‘আমি তিন দিনের ছুটিতে ছিলাম। কমিটি করার আগেই ছুটি নিয়েছিলাম। সেজন্য কোনো কাজ শুরু করতে পারিনি। আগামী রোববার থেকে কাজ শুরু করবো। ওইদিন অভিযুক্তদের চিঠি দিয়ে ডাকবো।’
তদন্তে বিলম্বের বিষয়ে তিনি বলেন, ‘কমিটির সদস্যরা একবার মিটিং করেছি। সময় নিয়েই তো কাজ করতে হবে। হুট করেই প্রতিবেদন দেওয়া ঠিক না। এতে তদন্তে ঘাটতি থাকতে পারে।’
গত ২৯ মে মাদার বখশ হলে বিডিমর্নিংয়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহাবুদ্দিন ইসলামকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে ছাত্রলীগের গিয়াসউদ্দিন কাজলের বিরুদ্ধে। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী। ওই ঘটনার পর কাজলকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা।
এসময় তারা হল প্রাধ্যক্ষ ড. শামীম হোসেনের দায়িত্বে অবহেলার জন্য তার পদত্যাগ দাবি করেন। এরই পরিপ্রেক্ষিতে ৩০ মে ছাত্রলীগের কাজলকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয় এবং ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন
জনপ্রিয়
- ভালো কাজের স্বীকৃতি
বিশ্বের একশো স্কুলের মধ্যে ব্র্যাকের ৩ স্কুল - ৬৬ শিক্ষকের ই-স্বাক্ষরিত বিবৃতি
খুবি কর্তৃপক্ষের নোটিশে ক্ষোভ ও নিন্দা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের - ইউল্যাব শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ৩৫ শিক্ষকের বিবৃতি
- পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না রেখেই পরীক্ষা নিচ্ছে কুবি
- বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে
- আইনে থাকলেও শিক্ষাছুটির সুবিধা পান না কুবি মেডিকেল কর্মকর্তারা
- জানালেন শিক্ষামন্ত্রী
পিইসি-জেএসসি পরীক্ষা বাদ, বিভাগ উঠে যাচ্ছে এসএসসিতে - বঙ্গবন্ধুর সমাধিতে কুবি শিক্ষক সমিতির শ্রদ্ধা
- আরও ৩ দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত
- কুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন