বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দুই-একদিনের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:৫৪, ৯ নভেম্বর ২০২০

আপডেট: ১৭:৪৬, ৯ নভেম্বর ২০২০

৬৪৬

দুই-একদিনের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত

আগামী দুই-একদিনের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত আসছে। এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (৯ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। 

এর আগে দুই দফা সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেছিলেন, শীতের মৌসুমটি করোনার জন্য আরো নাজুক সময়। তাই এখনই শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো পরিকল্পনা নেই। পরবর্তীতে তিনি আবার বলেন, পরিস্থিতি পর্যালোচনা করে প্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার ভাবছে।

কোভিড-১৯ মহামারির কারণে ১৮ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। এর আগে গত ১৬ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য-নিরাপত্তা বিবেচনায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

এরপর দফায় দফায় ২৫ এপ্রিল, ৫ মে, ৩০ মে, ৬ আগস্ট, ৩১ আগস্ট, ৩ অক্টোবর ও ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। সর্বশেষ এই ছুটির মেয়াদ বেড়েছে নভেম্বরের ১৪ তারিখ পর্যন্ত। বাতিল হয়েছে বিভিন্ন পরীক্ষা। তবে লেখাপড়ার ধারাবাহিকতা রক্ষায় অনলাইন,টিভি ও বেতারে ক্লাস চালিয়ে আসছে সরকার।

বাতিল হয়েছে যেসব পরীক্ষা
পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা।
অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষা।
এইচএসসি ও সমমানের পরীক্ষা।  
মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা।

করোনাকালে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় সরকার প্রথাগতভাবে বার্ষিক পরীক্ষা নিচ্ছে না। এক্ষেত্রে মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য বিকল্প পদ্ধতিতে অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের অর্জিত শিখনফল মূল্যায়ন কাজ শুরু হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত