রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হচ্ছে আগের রুটিনেই

স্টাফ করেসপন্ডেন্ট

১২:৫৮, ২২ ফেব্রুয়ারি ২০২২

আপডেট: ১৩:১০, ২২ ফেব্রুয়ারি ২০২২

৪২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হচ্ছে আগের রুটিনেই

করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের দাপটে বন্ধ হওয়ার পর আবার স্কুলে ফিরলো শিক্ষার্থীরা
করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের দাপটে বন্ধ হওয়ার পর আবার স্কুলে ফিরলো শিক্ষার্থীরা

করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের দাপটে বন্ধ হওয়ার পর আবার স্কুলে ফিরলো শিক্ষার্থীরা। তবে স্কুলগুলোর যেসব শিক্ষার্থী করোনা সংক্রমণ প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে, তারাই কেবল শ্রেণিকক্ষে ফিরতে পেরেছে। বাকিদের ক্লাস হবে অনলাইনে। ক্লাস হচ্ছে আগের রুটিনেই।

সেপ্টেম্বর থেকে জানুয়ারিতে বন্ধের আগ পর্যন্ত একাদশ ও দ্বাদশ শ্রেণিতে প্রতিদিনই ক্লাস হত। আর পাঠদান হত তিন বিষয়ের। এখনও সেভাবেই চলবে। পরিস্থিতির আরও উন্নতি হলে পরবর্তী সিদ্ধান্ত জানাবে মন্ত্রণালয়।

২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন চারটি বিষয়ের ক্লাস নিতে হবে

দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন তিনটি বিষয়ের ক্লাস নিতে হবে

অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ২ দিন তিনটি বিষয়ের ক্লাস নিতে হবে

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ১ দিন তিনটি বিষয়ের ক্লাস নিতে হবে

প্রথম থেকে পঞ্চম শ্রেণির কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে পরিচালনা করতে হবে

স্ব স্ব প্রতিষ্ঠান তাদের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন শ্রেণি কার্যক্রম চলমান রাখবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের আগে তাপমাত্রা মাপা, হ্যান্ড স্যানিটাইজার লাগানো, সারিবদ্ধ হয়ে ভেতরে প্রবেশ, সামাজিক দূরত্ব রেখে ক্লাস রুমে বসা, মাস্ক পরাসহ নানা ধরনের নিয়ম-কানুন মানা হচ্ছে। অথচ গেটের বাইরে অভিভাবক ও শিক্ষার্থীরা সামাজিক দূরত্ব বজায় না রেখে ভেতরে প্রবেশ করতে চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে বারবার স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সতর্কও করছে।
করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। টানা দেড় বছর বন্ধ রাখার পর গত বছরের ১২ সেপ্টেম্বরে সব স্কুল-কলেজ খুলে দেয়া হয়। পরে ধাপে ধাপে খুলে যায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোও।
করোনার নতুন ধরন অমিক্রনের দাপটে গত ২১ জানুয়ারি ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার। ঘোষণা অনুযায়ী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। আর প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে আগামী ১ মার্চ পর্যন্ত।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত