রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টিকা কার্ড নিয়ে ক্লাসে ফিরলো শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট

১২:২০, ২২ ফেব্রুয়ারি ২০২২

আপডেট: ১২:৪৬, ২২ ফেব্রুয়ারি ২০২২

৪৪১

টিকা কার্ড নিয়ে ক্লাসে ফিরলো শিক্ষার্থীরা

টিকা কার্ড নিয়ে ক্লাসে ফিরলো শিক্ষার্থীরা
টিকা কার্ড নিয়ে ক্লাসে ফিরলো শিক্ষার্থীরা

করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের দাপট কমে আসায় তুলে নেওয়া হয়েছে বিধিনিষেধ, এক মাস বন্ধ থাকার পর মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি)  প্রথম ধাপে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে। 

যে শিক্ষার্থীরা করোনাভাইরাসের টিকার দুটি ডোজ নিয়েছে, আপাতত কেবল তারাই ক্লাসে যাচ্ছে। প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে মার্চের শুরুতে।

এ দিন রাজধানীর বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের টিকা কার্ড হাতে নিয়ে লাইন ধরে স্কুলে প্রবেশ করেতে দেখযা যায়। টিকা কার্ড দেখার পাশাপাশি তাদের তাপমাত্রাও পরীক্ষা করা হয় স্কুলে গেইটে।

স্কুল-কলেজে সশরীরে ক্লাস শুরুর ক্ষেত্রে আগেই ২০ দফা নির্দেশনা দিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সেসব নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানকে।

কিন্তু করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের দাপটে এ বছরের শুরু থেকে সংক্রমণ ফের বাড়তে শুরু করলে বিধিনিষেধ ফিরিয়ে আনা হয়। ১৩ জানুয়ারি ‘উন্মুক্ত স্থানে সব ধরনের জনসমাবেশ নিষেধ, রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণে টিকার সনদের বাধ্যবাধকতা, অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল এবং টিকা সনদ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের বাধ্যবাধকতাসহ ১১টি বিধি-নিষেধ জারি করে সরকার। স্কুল-কলেজে শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণ ঠেকাতে ২১ জানুয়ারি ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়।

সংক্রমণ কমে আসায় গত ১৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ঘোষণা দেন, ২২ ফেব্রুয়ারি থেকেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।

এরপর মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ২১ ফেব্রুয়ারির পর থেকে নতুন করে আর বিধি-নিষেধের মেয়াদ বাড়ছে না। তবে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি যথাযথভাবেই পালন করতে হবে সবাইকে।

এদিকে, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় মঙ্গলবার থেকেই ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নিয়ে ক্লাস শুরু করছে। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ও মঙ্গল ও বুধবারের মধ্যে ক্লাসে ফিরছে। বিধিনিষেধ উঠে যাওয়ায় ১০৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পুরোদমে ক্লাস শুরু হচ্ছে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত