ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ও চ ইউনিট থাকছেনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ও চ ইউনিট থাকছেনা
২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ঘ এবং চারুকলা অনুষদের চ ইউনিট থাকবেনা। তিনটি ইউনিটে ( বিজ্ঞান, কলা ও ব্যবসা ) স্নাতক ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তবে এ বছর আগের নিয়মেই ভর্তি পরীক্ষা হবে। রবিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এসব বিষয়ে আলোচনা হয়।
সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন,‘উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে তিনটি গ্রুপ আছে (বিজ্ঞান, কলা, বাণিজ্য) ভবিষ্যতে সেগুলোকে বিবেচনায় নিয়ে তিনটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষার কার্যক্রম পরিচালিত হবে। তিনটি ইউনিটের নামকরণ কী হবে, তা পরে ঠিক করা হবে।’
তবে চলতি শিক্ষা বর্ষে এসব নিয়ম থাকবেনা। নতুন নিয়ম কার্যকর হবে আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে। সেসময়, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের ভর্তি পরীক্ষা বিলুপ্ত করা হবে। এ দুই ইউনিটের শিক্ষার্থীদেরও বিজ্ঞান, কলা এবং ব্যবসা শিক্ষা ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। কীভাবে চ ইউনিট এবং ঘ ইউনিটকে শুধু ক, খ, গ এ তিনটি ইউনিটের সঙ্গে সমন্বয় করা হবে, সে বিষয়ে পরে বিভিন্ন কলা কৌশল অনুসরণ করা হবে বলে জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ক ইউনিটে, খ ইউনিটে মানবিক বিভাগের শিক্ষার্থীরা এবং গ ইউনিটে মাধ্যমে ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ভর্তি হয়ে আসছে। ঘ ইউনিটটি ছিল সবার জন্য , অর্থাৎ তিনটি বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারতেন। মূলত যারা বিভাগ বদল করতে চান তারা ঘ ইউনিট পছন্দ করতেন।
আরও পড়ুন
জনপ্রিয়
- ভালো কাজের স্বীকৃতি
বিশ্বের একশো স্কুলের মধ্যে ব্র্যাকের ৩ স্কুল - ৬৬ শিক্ষকের ই-স্বাক্ষরিত বিবৃতি
খুবি কর্তৃপক্ষের নোটিশে ক্ষোভ ও নিন্দা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের - ইউল্যাব শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ৩৫ শিক্ষকের বিবৃতি
- পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না রেখেই পরীক্ষা নিচ্ছে কুবি
- বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে
- আইনে থাকলেও শিক্ষাছুটির সুবিধা পান না কুবি মেডিকেল কর্মকর্তারা
- জানালেন শিক্ষামন্ত্রী
পিইসি-জেএসসি পরীক্ষা বাদ, বিভাগ উঠে যাচ্ছে এসএসসিতে - বঙ্গবন্ধুর সমাধিতে কুবি শিক্ষক সমিতির শ্রদ্ধা
- আরও ৩ দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত
- কুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন