রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২২ ফেব্রুয়ারি থেকে ঢাবিতে সব বর্ষের ক্লাস সশরীরে

ঢাবি করেসপন্ডেন্ট

১২:৫৮, ১৯ ফেব্রুয়ারি ২০২২

আপডেট: ১৩:০৯, ১৯ ফেব্রুয়ারি ২০২২

৪৭১

২২ ফেব্রুয়ারি থেকে ঢাবিতে সব বর্ষের ক্লাস সশরীরে

২২ ফেব্রুয়ারি থেকে ঢাবিতে সব বর্ষের ক্লাস সশরীরে
২২ ফেব্রুয়ারি থেকে ঢাবিতে সব বর্ষের ক্লাস সশরীরে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সব বর্ষের শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে সশরীরে শিক্ষা কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে পুনরায় শুরু হবে।

এ ছাড়া, পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষা চলমান থাকবে। অফিস আগামী ২২ ফেব্রুয়ারি থেকে যথারীতি খোলা থাকবে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলমের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে চার সপ্তাহ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীর শ্রেণি কার্যক্রম বন্ধ আছে।

আবাসিক হল খোলা রেখে ক্লাস নেয়া হচ্ছে অনলাইনে৷ আগামীকাল রোববারও বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম এই পদ্ধতিতেই চলবে৷

করোনা পরিস্থিতির অবনতি হলে গত ২১ জানুয়ারি দুই সপ্তাহের জন্য হল খোলা রেখে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও দুই সপ্তাহ বাড়ালে ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, সরকারের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও আপাতত সশরীরে ক্লাসে যাচ্ছে না৷ ক্লাস চলবে অনলাইনে৷

সরকার ২২ ফেব্রুয়ারি থেকে দেশের সব মাধ্যমিক ও কলেজ সশরীরে শিক্ষা কার্যক্রমের জন্য খুলে দেয়ার ঘোষণা দিয়েছে। ১ মার্চ থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত