রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এইচএসসি-সমমানের ফল পুনর্নিরীক্ষা শুরু সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট

১৯:০৭, ১৩ ফেব্রুয়ারি ২০২২

১২৮১

এইচএসসি-সমমানের ফল পুনর্নিরীক্ষা শুরু সোমবার

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। প্রকাশিত ফল নিয়ে আপত্তি থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থী আগের মতো এবারও পুনর্নিরীক্ষার আবেদন করার সুযোগ পাবে।

পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু হবে সোমবার (১৩ ফেব্রুয়ারি) থেকে, যা চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এ তথ্য জানান ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বলেন, ‘ফলে যে শিক্ষার্থীরা সন্তুষ্ট হতে পারেনি, তারা আগামীকাল থেকে এসএমএসের মাধ্যমে পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবে; যা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। শিগগিরই পুনর্নিরীক্ষার বিস্তারিত বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’

সাধারণত প্রতি বছর এপ্রিলে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হলেও করোনা মহামারির কারণে এই পাবলিক পরীক্ষা ২০২১ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেয়ার ঘোষণা দেয় সরকার। পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হয় ৩০ ডিসেম্বর।

এবারের এইচএসসি পরীক্ষা অন্যান্য বছরের মতো হয়নি; পরীক্ষা হয় শুধু নৈর্বাচনিক বিষয়ে। আর আবশ্যিক বিষয়ে আগের পাবলিক পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। বাদ দেয়া হয় চতুর্থ বিষয়ের পরীক্ষাও।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন। পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত