রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গ্রেফতার শাবিপ্রবির সাবেক ৫ শিক্ষার্থী জামিন পেলেন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, শাবিপ্রবি

২৩:২৫, ২৬ জানুয়ারি ২০২২

৫১৩

গ্রেফতার শাবিপ্রবির সাবেক ৫ শিক্ষার্থী জামিন পেলেন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান ছাত্র আন্দোলনে অর্থায়নের অভিযোগে গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের সাবেক পাঁচ শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শুনানি শেষে মহানগর হাকিম দ্বিতীয় আদালতের বিচারক মো. সুমন ভূঁইয়া তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। 

সাবেক পাঁচ শিক্ষার্থীরা হলেন, হাবিবুর রহমান, রেজা নূর মঈন, একেএম মারুফ হোসেন ও ফয়সাল আহমেদ। 

মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। আন্দোলনে অর্থায়নের অভিযোগে রাজধানী থেকে এই পাঁচজনকে জনকে আটক করা হয়। মঙ্গলবার তাদের সিলেট মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সে রাতে জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক মো. লায়েক আহমদ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। 

বুধবার এই মামলায় গ্রেফতার দেখিয়ে ৪ জনকে আদালতে পাঠানো হয়। এরমধ্যে একজন করোনায় আক্রান্ত হওয়ায় তাকে আদালতে তোলা হয়নি। তবে তারও জামিন মঞ্জুর হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত