সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাবিতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ ও জনসমাগম না করার অনুরোধ

ঢাবি করেসপন্ডেন্ট

১৬:২৭, ২১ জানুয়ারি ২০২২

আপডেট: ১৬:২৮, ২১ জানুয়ারি ২০২২

৩৬০

ঢাবিতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ ও জনসমাগম না করার অনুরোধ

ঢাবিতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ ও জনসমাগম না করার অনুরোধ (ফাইল ছবি)
ঢাবিতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ ও জনসমাগম না করার অনুরোধ (ফাইল ছবি)

করোনা সতর্কতায় আগামী ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সভা, সমাবেশ ও জনসমাগম না করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২১ জানুয়ারি) ঢাবির জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, শুক্রবার মন্ত্রিপরিষদ থেকে জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা কার্যক্রম আগামী ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। 

তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতায় অব্যাহত থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস সীমিত পরিসরে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। জরুরি পরিষেবাসমূহ (বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) যথারীতি অব্যাহত থাকবে।

শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থলে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অবস্থান করার পরামর্শ দেওয়া হলো। ক্যাম্পাসে সভা, সমাবেশ ও জনসমাগম না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করা হলো।

উল্লেখ্য, করোনা সতর্কতায় আগামী ২ সপ্তাহ (২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি) সারাদেশের সব স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত