সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বুয়েটের হলে ২২ শিক্ষার্থীর করোনা

অপরাজেয় বাংলা ডেস্ক

১২:৪৫, ১৬ জানুয়ারি ২০২২

৪১৬

বুয়েটের হলে ২২ শিক্ষার্থীর করোনা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হলগুলোতে হানা দিয়েছে করোনাভাইরাস
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হলগুলোতে হানা দিয়েছে করোনাভাইরাস

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হলগুলোতে হানা দিয়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত বুয়েটের আটটি হলে ২২ শিক্ষার্থী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

রবিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত আমরা সব হল মিলিয়ে ২২ জনের আক্রান্ত হওয়ার খবর পেয়েছি। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘তবে বিষয়টা এখনো তত গুরুতর না হওয়ায় আমরা এখনো আবাসিক হল খোলা রেখেছি। অবস্থা খুব খারাপ হয়ে গেলে আমরা হল খোলা রাখা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেব।’

করোনার সংক্রমণ বাড়ায় গতকাল শনিবার থেকে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর ঘোষণা দেয় বুয়েট কর্তৃপক্ষ।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত