উপাচার্যের আশ্বাসে রাত আড়াইটায় হলে ফিরলেন ছাত্রীরা
উপাচার্যের আশ্বাসে রাত আড়াইটায় হলে ফিরলেন ছাত্রীরা
আলোচনার মাধ্যমে সব সমস্যার ইতিবাচক সমাধান দেওয়া হবে- উপাচার্যের এমন আশ্বাসের পর বিক্ষোভ স্থগিত করে হলে ফিরেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক ছাত্রীরা। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর রাত আড়াইটার দিকে হলে ফেরেন তারা।
প্রভোস্টের পদত্যাগ, আবাসিক ছাত্রীহলের সমস্যার সমাধানসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাত ৯টার পর থেকে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যারয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ছাত্রীরা। রাত ১২টার দিকে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।
বিক্ষোভ চলাকালে রাত দুইটার দিকে বাসভবন থেকে বেরিয়ে আসেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এসময় শিক্ষার্থীদের কাছ থেকে তাদের সমস্যার কথা শুনেন তিনি। এরপর সমস্যা সমাধানের আশ্বাস দিলে রাত আড়াইটার পর ছাত্রীরা হলে ফিরে যান।
এর আগে বৃহস্পতিবার রাত ৮টার পর হলের বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষার্থীরা রিডিং রুমে আলোচনা করেন। আলোচনা শেষে সিদ্ধান্তগুলো হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক জাফরিন আহমেদ লিজাকে ফোনে কল করে জানান। এসময় শিক্ষার্থীরা তাকে হলে আসতে বললে তিনি অপারগতা প্রকাশ করেন। এমনকি দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ শিক্ষার্থীদের।
এ ঘটনার রাত সাড়ে ১০টায় বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সাড়ে ১১টায় বিক্ষোভ সহকারে উপাচার্যের বাসভবনের মূল ফটকের সামনে এসে অবস্থান নেন তারা।
এদিকে রাতে হল প্রভোস্ট জাফরিন আহমেদ লিজা বলেন, আমি অসুস্থ। আমার বর্তমান শারীরিক অবস্থা ছাত্রীদের জানিয়েছি। তাদের সঙ্গে পরে আলোচনার কথাও বলেছি। এমনকি এ বিষয়ে হলের অফিসিয়াল ফেসবুক গ্রুপেও একটি পোস্ট দেওয়া হয়। কিন্তু ছাত্রীরা হঠাৎ কেন এমন করছে, তা বুঝতে পারছি না।
আরও পড়ুন
জনপ্রিয়
- ভালো কাজের স্বীকৃতি
বিশ্বের একশো স্কুলের মধ্যে ব্র্যাকের ৩ স্কুল - ৬৬ শিক্ষকের ই-স্বাক্ষরিত বিবৃতি
খুবি কর্তৃপক্ষের নোটিশে ক্ষোভ ও নিন্দা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের - ইউল্যাব শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ৩৫ শিক্ষকের বিবৃতি
- পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না রেখেই পরীক্ষা নিচ্ছে কুবি
- বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে
- আইনে থাকলেও শিক্ষাছুটির সুবিধা পান না কুবি মেডিকেল কর্মকর্তারা
- জানালেন শিক্ষামন্ত্রী
পিইসি-জেএসসি পরীক্ষা বাদ, বিভাগ উঠে যাচ্ছে এসএসসিতে - বঙ্গবন্ধুর সমাধিতে কুবি শিক্ষক সমিতির শ্রদ্ধা
- আরও ৩ দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত
- কুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন