সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সব শিক্ষার্থীই করোনার টিকা পাবেন: শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:৩৩, ২৬ ডিসেম্বর ২০২১

৪২০

সব শিক্ষার্থীই করোনার টিকা পাবেন: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

সব শিক্ষার্থীকেই করোনার টিকার আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর দনিয়া কলেজে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘সারা দেশে টিকা কার্যক্রম বিস্তৃত করা হবে। সবাইকে টিকার আওতায় নিয়ে আসা হবে। বিস্তৃত পাঠদান কবে শুরু করতে পারবো আমরা বলতে পারছি না। বিশেষজ্ঞরা বলছেন, দেশে মার্চ মাসে সংক্রমণ বেশি বাড়ছে। কাজেই আমাদের মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে—কী অবস্থা দাঁড়ায় সেটা দেখার জন্য। তবে সংক্রমণ বাড়বে কিনা, কতটা বাড়বে, আমাদের কতটা মূল্য দিতে হবে—তার সবকিছু নির্ভর করছে আমাদের সবার ওপর। 

সবাইকে সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে মন্তব্য করে শিক্ষামন্ত্রী আর বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। একটু স্বস্তির জায়গায় এসেছিলাম। শতকরা একভাগে নিয়ে এসেছিলাম করোনায় দৈনিক সংক্রমণের হার। এখন এটা তিন ভাগে। এটা যেন না বাড়ে সেভাবে চলতে হবে। আমাদের হাতেই কিন্তু এ হার বাড়া না বাড়ার বিষয়টি নির্ভর করছে। আমরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলি।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত