সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাবির সব হলের জন্য অভিন্ন নিয়মে দাবি 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, ঢাবি

০৯:৩৮, ২৪ ডিসেম্বর ২০২১

৪৭৪

ঢাবির সব হলের জন্য অভিন্ন নিয়মে দাবি 

ছাত্রীদের পাঁচটি আসাবিক হলের জন্য আলাদা নিয়ম না রেখে সব আবাসিক হলের জন্য অভিন্ন নিয়মের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি ছাত্রীরা।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তারা এ দাবি জানান।

বিবাহিত ছাত্রীদের হলে থাকতে না দেওয়ার বিষয়টি সামনে আসলে সম্প্রতি উপাচার্য বরাবর ৪ দফা দাবি জানায় ছাত্রীরা। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটিতে তারমধ্যে প্রথম দাবি মেনে নেয়। অন্য দাবিগুলোও মানার দাবিদে সংবাদ সম্মেলন করেন ছাত্রী। 

দাবিগুলো হলো- ‘স্থানীয় অভিভাবক’র পরিবর্তে ‘ইমার্জেন্সি কন্টাক্ট’ শব্দটি রাখা, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দ্বারা হয়রানি এবং অসহযোগিতামূলক আচরণ বন্ধ করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা এবং অনাবাসিক ছাত্রীদের হলে প্রবেশের অধিকার পুনর্বহাল ও জরুরি প্রয়োজনে তাদের হলে অবস্থান করতে দেওয়া।

সংবাদ সম্মেলনে পাঁচটি আবাসিক হলের ছাত্রীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শামসুন নাহার হল সংসদের সাবেক সহ-সভাপতি শেখ তাসনিম আফরোজ ইমি।

তিনি বলেন, ‘আমরা বরাবরই চেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে নারী শিক্ষার্থীদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ প্রশাসন করে আসছে, তার অবসান।  আমাদের প্রথম দাবিটি গতকালকের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে মেনে নেওয়া হয়েছে, কিন্তু বাকি তিনটি দাবি মানা হয়নি। বাকি দাবিগুলোও নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণেরই প্রতিফলন। তাই আমরা আমাদের প্রত্যেকটি দাবির বাস্তবায়ন চাই।’

বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলে একই নিয়মের দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমরা প্রতিটি আবাসিক হলে একই নিয়ম চাই। এ কারণে শিক্ষার্থীদের মোট ১৮টি হলের নিয়মাবলি জরুরিভিত্তিতে নতুন করে সংশোধন করে, সব হলের জন্য শিক্ষার্থীবান্ধব ও যুগোপযোগী অভিন্ন নিয়মাবলি প্রদান করার জোর দাবি জানাচ্ছি। লিঙ্গভেদে কোনো ধরনের বৈষম্যমূলক নিয়মে ফেলবেন না।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত