সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জাবিতে প্রজাপতির মেলা শুক্রবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, জাবি

১৬:৪৬, ৯ ডিসেম্বর ২০২১

আপডেট: ১৮:৩৭, ৯ ডিসেম্বর ২০২১

৬৭৫

জাবিতে প্রজাপতির মেলা শুক্রবার

উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’... জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এবারের প্রজাপতি মেলার স্লোগান।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে আগামীকাল শুক্রবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন চত্বরে মেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বুধবার (৮ই ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রজাপতি মেলার আহ্বায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক মনোয়ার বলেন, ‘গত বছর করোনা পরিস্থিতির কারণে মেলা হয়নি। এ বছর মেলা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুমতি নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির কারণে মেলা জুড়ে বাড়তি সতর্কতা হিসেবে র‌্যালি বাতিল করা হয়েছে এবং মেলার কর্মীদের জন্য ফ্রি মাস্কের ব্যবস্থা করা হয়েছে। আমরা সবাইকে বিশেষভাবে স্বাস্থ্যবিধি মানার জন্য অনুরোধ করছি।’

প্রতি বছরের মতো এবারও মেলায় থাকবে প্রজাপতি প্রদর্শন, শিশু-কিশোরদের জন্য প্রজাপতিবিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী, ঘুড়ি উড়ানোসহ নানা আয়োজন।

মেলায় প্রজাপতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য সিরাজগঞ্জের আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হাসমত আলী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান সামীকে পুরস্কার দেয়া হবে।

প্রজাপতি মেলার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে মেলার দিন সকাল সাড়ে ৯টার মধ্যে নিবন্ধন করতে হবে।

২০১০ থেকে প্রতি বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই মেলা হয়ে আসছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত