সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জবির ৪ বিভাগের ব্যাবহারিক-মৌখিক পরীক্ষা পেছালো

স্টাফ করেসপন্ডেন্ট

১২:০৬, ৩ ডিসেম্বর ২০২১

আপডেট: ১২:০৭, ৩ ডিসেম্বর ২০২১

৫১৮

জবির ৪ বিভাগের ব্যাবহারিক-মৌখিক পরীক্ষা পেছালো

জগন্নাথের ৪ বিভাগের ব্যাবহারিক-মৌখিক পরীক্ষা পেছালো
জগন্নাথের ৪ বিভাগের ব্যাবহারিক-মৌখিক পরীক্ষা পেছালো

২০২০-২০২১ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক শ্রেণির সংগীত, চারুকলা,নাট্যকলা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ব্যাবহারিক ও মৌখিক পরীক্ষা পিছিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান,চার বিভাগের মধ্যে সংগীত ও চারুকলার মৌখিক ও ব্যাবহারিক পরীক্ষার নতুন সময় ঘোষণা করা হয়েছে।

চারটি বিভাগের ব্যাবহারিক ও মৌখিক পরীক্ষা শুক্রবার সংশ্লিষ্ট বিভাগে হওয়ার কথা ছিল।

রেজিস্ট্রার বলেন, আগামী ১০ ও ১৮ ডিসেম্বর চারুকলা বিভাগ এবং ১৭ ও ১৮ ডিসেম্বর সংগীত বিভাগের পরীক্ষা হবে। বাকি দুই বিভাগের পরীক্ষার সময়সূচিও দ্রুত ঘোষণা করা হবে।

সংগীত বিভাগ-

আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে মৌখিক ও ব্যাবহারিক পরীক্ষা হবে।

চারুকলা বিভাগ-

এ বিভাগের ব্যাবহারিক পরীক্ষা ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত হবে। বিভাগে ৭০৩ ভর্তীচ্ছু আবেদন করেছেন। দেড় ঘণ্টাব্যাপী এ পরীক্ষা জবির বিভিন্ন ভবনে হবে।

ব্যাবহারিক পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থী ১৮ ডিসেম্বর মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

জবির চারুকলা বিভাগেই সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ পরীক্ষা হবে। মাঝে খাবারের বিরতি থাকবে দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত।

পরীক্ষার ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে। প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হবে না বলে ভর্তি পরীক্ষা সংক্রান্ত নোটিশে বলা হয়েছে।

পরীক্ষা সংক্রান্ত সব নোটিশ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখা যাবে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত